খেলা

ইংল্যান্ড সিরিজে রোহিত ও বিরাটের সুযোগ পাওয়া নিয়ে মুখ খুললেন বোর্ড সচিব

Board Secretary opens up about Rohit and Virat getting a chance in England series

Truth Of Bengal: আইপিএল-র পর ইংল্যান্ড সফরে যাবে ভারতীয় ক্রিকেট দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের যোগ্যতা অর্জনের জন্য ইংল্যান্ড সফর টিম ইন্ডিয়ার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই সিরিজে ভারতীয় দলের জার্সি গায়ে রোহিত এবং বিরাটের খেলা নিয়েও জল্পনা শুরু চলছে বিগত বেশ কয়েকদিন ধরেই। এবার এই বিষয়ে মুখ খুললেন বিসিসিআই সচিব দেবজিৎ সইকিয়া।

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বোর্ড সচিব বলেন, ‘বোর্ডের নির্বাচক মণ্ডলীর সদস্যরা এই দুই সিনিয়ার ক্রিকেটারের ইংল্যান্ড সফরে খেলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন। এবং তাঁরা যথা সময়ে অজিত আগরকারের নেতৃত্বাধীন নির্বাচন কমিটির সদস্যরা ইংল্যান্ড সফরের জন্য দল বেছে নেবেন।’

উল্লেখ্য, ভারতীয় সিনিয়র দলের ইংল্যান্ড সফরের আগে সে দেশে উড়ে যাবে ভারতীয় এ দল। তারা ইংল্যান্ড লায়নের বিপক্ষে তিনটি চারদিনের ম্যাচ খেলবে।

তবে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন এই সফরের আগে ভারত নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরেছে। এবং যার ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলার যোগ্যতা হারিয়েছে। তাই পরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে খেলাই মূল লক্ষ্য টিম ইন্ডিয়ার কাছে। সেই কারণে ইংল্যান্ড সিরিজ গৌতমের দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

যদিও এই সফরের আগে ভারতের দুই সিনিয়র ক্রিকেটারের পারফরম্যান্স খুব একটা আশাপ্রদ নয়। কেননা রোহিত আট ম্যাচে মোট ১৬৪ রান করেছেন, অপর দিকে বিরাট বর্ডার-গাভাসকর ট্রফির পার্থ টেস্টে সেঞ্চুরি হাঁকানোর পর আর কোনও বড় রান পাননি বিরাট। যেহেতু দলের কোচ গৌতম স্পষ্ট জানিয়েছিলেন, ‘পারফরম্যান্সই তাঁর কাছে বড় কথা। পারফরম্যান্স করতে না পারলে দল থেকে বাদ পড়তে হবে।’ কাজেই রোহিত ও বিরাটকে নিয়ে একটা জল্পনা থেকেই যাচ্ছে।

Related Articles