খেলা
Trending

সুপার এইটের আগে বড় ধাক্কা আফগানিস্তান শিবিরে, ছিটকে গেলেন এই তারকা খেলোয়াড়

Big shock before the Super Eight in the Afghanistan camp, this star player was knocked out

The Truth Of Bengal: আফগানিস্তান দল সুপার এইট পর্বে জায়গা করে নিলেও গ্রুপ পর্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি ম্যাচ খেলতে হবে। তার আগে, বড় ধাক্কা আফগানিস্তান শিবিরে। আফগান অফ স্পিনার মুজিব উর রহমান আঙুলের ইনজুরির কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন।

টুর্নামেন্টে আফগানিস্তানের হয়ে মাত্র একটি ম্যাচ খেলতে পেরেছিলেন ২৩ বছর বয়সী মুজিব। উগান্ডার বিপক্ষে প্রথম ম্যাচে খেলার পর পরের দুই ম্যাচে খেলা হয়নি তার। আহত মুজিবের জায়গায় ব্যাটসম্যান হজরতুল্লাহ জাজাইকে দলে অন্তর্ভুক্ত করেছে আফগানিস্তান।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক বিবৃতিতে বলেছে, ‘আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ টুর্নামেন্টের টেকনিক্যাল কমিটি আফগানিস্তান দলের জন্য মুজিব উর রহমানের জায়গায় হজরতুল্লাহ জাজাইকে নিয়োগের অনুমোদন দিয়েছে।’ ইতিমধ্যেই সুপার এইটে জায়গা নিশ্চিত করেছে আফগানিস্তান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলবেন তিনি।

Related Articles