আচার্রকে ‘কালো ট্যাক্সি’ বলে বিতর্কিত মন্তব্য ভাজ্জির
Bhajji's controversial comment calling Acharya a 'black taxi'

Truth Of Bengal: আইপিএল শুরু হয়েছে মাত্র দু-দিন হল। এরই মধ্যে রাজস্থান রয়্যালসের খেলোয়াড় জোফ্রে আর্চারকে বর্ণবৈষম্যবাদী মন্তব্য করে বিতর্কে জড়ালেন হরভজন সিং। রবিবার আইপিএল-র প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মাঠে নেমেছিল রাজস্থান রয়্যালস। সেই ম্যাচে ধারাভাষ্যকার হিসাবে উপস্থিত ছিলেন প্রাক্তন জাতীয় স্পিনার হরভজন সিং। ধারাভাষ্য দেওয়ার সময় রাজস্থান রয়্যালসের ক্রিকেটার জোফ্রে আর্চারকে ‘কালো ট্যাক্সি’ বলে একটি বিতর্কিত মন্তব্য করে বসেন ভাজ্জি।
ঘটনার সূত্রপাত হল, রবিবার হায়দরাবাদ বনাম রাজস্থান ম্যাচে প্রথমে ব্যাটিং করে প্যাট কামিন্সের দল। ইশান-ট্রাভিস হেড জুটিতে ভর করে হায়দরাবাদের সংগ্রহ ৬ উইকেটের বিনিময়ে ২৮৬ রান। রাজস্থান বোলারদের মধ্যে সবচেয়ে বেশি রান দেন ইংল্যান্ড ক্রিকেটার জোর্ফে আর্চার। মাত্র ৪ ওভার হাত ঘুরিয়ে ৭৬ রান দেন তিনি। যা আইপিএল-র ইতিহাসে এই প্রথম। একের পর এক ওভারে আর্চারকে হায়দরাবাদ ব্যাটাররা যেভাবে তুলোধনা করছিলেন তা দেখেই হরভজন বলে ওঠেন, ‘লন্ডন মে কালো ট্যাক্সিকা মিটার তেজসে ভাগতা হ্যায়। আর ইহা পর আর্চারকা মিটার বি বাড়তা হ্যায়।’ অর্থ্যাৎ, ‘লন্ডনের চলাচলকারী কালো ট্যাক্সির মিটারের মতো আর্চারের মিটার-ও চড় চড়িয়ে বাড়তে শুরু করেছে।’
আর্চারকে উদ্দেশ্য করে ভাজ্জির ‘কালো ট্যাক্সি’ এই বর্ণবৈষম্যবাদী উক্তি করা নিয়ে ইতিমধ্যেই আপত্তি তুলেছেন অনেকে। তাঁদের অভিযোগ, রাজস্থানের বোলার জোর্ফে আর্চারকে উদ্দেশ্য করেই ভাজ্জি এমন মন্তব্য করেছেন। যা কখনই উচিত নয়। কেননা যে কোনও খেলাধুলোর মঞ্চে বর্ণবৈষম্যবাদী কোনও মন্তব্য করা যাবে না বলেই আয়োজকরা স্পষ্টভাবে নির্দেশ দেন। তারপরও কেন এই ধরনের ঘটনা ঘটল তা নিয়েই এখন সরব হয়েছেন নেটিজেনরাও।
আর্চারকে নিয়ে ভাজ্জির এমন মন্তব্যের পর ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি। যদি আর্চারের দল রাজস্থান রয়্যালস টিম ম্যানেজমেন্ট হরভজনের বিরুদ্ধে অভিযোগ জানায়, তাহলেই ভাজ্জির ব্যাপারে চিন্তা-ভাবনা করবে বিসিসিআই। সেক্ষেত্রে হয়ত শাস্তির মুখেও পড়তে পারেন হরভজন।
উল্লেখ্য, ভাজ্জির বর্ণবৈষম্যবাদী মন্তব্য এই প্রথম নয়। এর আগে তিনি অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যান্ড্সু সাইমন্ডসকে এমন মন্তব্য করেছিলেন। সেই সময় সাইমন্ডসের অভিযোগ ছিল যে, ভাজ্জি নাকি তাকে ‘মাঙ্কি’ বলে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন। এরপর মাঠেই ক্রিকেটার শ্রীসান্থকে আক্রমণ করেছিলেন। এবার আবার নতুন বিতর্কে জড়ালেন ভাজ্জি।