খেলা

আইএসএল ফাইনালে আতশবাজির আতঙ্ক, আহত বেঙ্গালুরু এফসির মালিক সহ সমর্থক

Bengaluru FC owner injured after fireworks during ISL final

Truth of Bengal: গত শনিবার কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত আইএসএল ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্ট ও বেঙ্গালুরু এফসির মধ্যকার ম্যাচে এক চাঞ্চল্যকর ও নিন্দনীয় ঘটনা ঘটেছে। বেঙ্গালুরু এফসি দাবি করেছে, ম্যাচ চলাকালীন ঘরের কিছু উগ্র সমর্থক সফররত সমর্থকদের দিকে জ্বলন্ত আতশবাজি ছুঁড়ে মারেন। এতে ক্লাবের মালিক পার্থ জিন্দাল দগ্ধ হন এবং এক সমর্থকের চোখে গুরুতর আঘাত লাগে।

ঘটনার পরে বেঙ্গালুরু এফসি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF) এবং ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড (FSDL)-এর কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে। ক্লাবটি এক বিবৃতিতে জানিয়েছে, “এই কাপুরুষোচিত হামলা শুধু সমর্থকদের জন্য বিপজ্জনক নয়, বরং ফুটবলের মূল আত্মার পরিপন্থী। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানাচ্ছি।”

ঘটনার সময় স্টেডিয়ামে আতঙ্কের সৃষ্টি হয়। বেঙ্গালুরু এফসি বলেছে, “এ ধরনের সহিংস আচরণের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি জরুরি। স্টেডিয়াম সব সমর্থকের জন্য নিরাপদ স্থান হওয়া উচিত।”

এদিকে মাঠের খেলায় মোহনবাগান সুপার জায়ান্ট ২-১ গোলে বেঙ্গালুরুকে হারিয়ে শিরোপা জয় করে। এই জয়ে তারা চলতি মৌসুমে লিগ উইনার্স শিল্ড ও আইএসএল কাপ দুই-ই জিতে নেয়।

ম্যাচের প্রথমার্ধে কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধের শুরুতেই বেঙ্গালুরু এফসি এগিয়ে যায় মোহনবাগানের এক আত্মঘাতী গোলে। তবে পরে জেসন কামিংস পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান। অতিরিক্ত সময়ে জেমি ম্যাকলারেনের গোল মোহনবাগানকে শিরোপা এনে দেয়।

তবে উত্তেজনাপূর্ণ এই ম্যাচ শেষে মূল আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে স্টেডিয়ামের নিরাপত্তা ও দর্শকদের আচরণ। এখন অপেক্ষা, ফেডারেশন ও আয়োজক সংস্থা এই ঘটনার কী বিচার করে।

Related Articles