কাঁচড়াপাড়ায় সংবর্ধিত বাংলার মহিলা ক্যারাটে খেলোয়াড়রা
Bengal women karate players felicitated at Kanchrapara

Truth of Bengal: স্বপন কুমার দাস: ২০২৫-২৬ মরসুমের দুই দিন ব্যাপী সাউথ এশিয়ান চ্যাম্পিয়নশিপ ক্যারাটে প্রতিযোগিতার আসর বসেছিল ঝাড়খন্ডের গিরিডিতে। প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় গত ১৯ ও ২০ এপ্রিল। এই প্রতিযোগিতায় ভারতের অন্যান্য রাজ্যের পাশাপাশি আয়োজক রাজ্য ঝাড়খন্ড সহ নেপাল ও বাংলাদেশের ক্যারাটে খেলোয়াড়রাও অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতার শুরু থেকেই প্রতিটি খেলোয়াড়ের মধ্যে নিজেদেরকে প্রমাণ করার আপ্রাণ চেষ্টা লক্ষ্য করা যায়। ব্যতিক্রম ছিল না পশ্চিমবঙ্গের কাঁচারাপাড়া ও কল্যাণীর খেলোয়াড়রাও। তাঁরাও নিজেদের সাধ্যমত সেরাটা দেওয়ার চেষ্টা করতে থাকেন। এঁদের মধ্যে ছিলেন কাঁচরাপাড়ার বড় জোনপুরের প্রগতি পল্লীর শ্রীপর্ণা চন্দ্র, কল্যাণী সীমান্তের দিয়া শিকদার ও বার্বি দে। তবে তিনজনের মধ্যে বার্বি হচ্ছে একজন ক্ষুদে খেলোয়াড়।
খেলোয়াড়রা দুরন্ত পারফরম্যান্স করে শেষ রাউন্ডে দ্বিতীয় হলেও তাঁদের পারফরম্যান্সে একেবারেই হতাশ নন কোচ সুভাষ সরকার। তিনি জানান, ‘আমি আমার খেলোয়াড়দের নিয়ে গর্বিত। আমি আশাবাদী আগামী দিনে ওরা সাফল্য পাবে।’ কোচের পাশাপাশি খেলোয়াড়রাও আশাবাদী আগামী দিনে সাফল্য পাওয়ার ব্যাপারে। তবে তাঁদের এই লড়াইকে কুর্নিশ জানাতে কাঁচরাপাড়া রেল স্টেশনে জড়ো হয়েছিলেন বহু মানুষ। খেলোয়াড়রা স্টেশনে নামতেই তাঁদের ফুল ও মালা পড়িয়ে সংবর্ধনা জানানো হয়।