খেলা

শামি ও করণলালের ব্যাটিংয়ের জেরেই মুস্তাকের শেষ আটে বাংলা

Bengal in the last eight of Mustaq due to Shami and Karanlal's batting

Truth Of Bengal: চিন্নাস্বামীতে সোমবার মুস্তাক আলির নক আউট পর্বের ম্যাচেও জয় পেল লক্ষ্মীরতনের বাংলা দল। মাত্র ৩ রানে বাংলার কাছে হার মানল চণ্ডিগড়।

সোমবার ম্যাচের প্রথমে ব্যাট করে বাংলা দল। ব্যাট করতে নেমে তাদের শুরুটা একেবারেই ভাল হয়নি। এই টুর্নামেন্টে ছন্দে থাকা অভিষেক পোড়েল মাত্র ৮ রানের মাথাতেই সাজঘরে ফেরেন। এরপর বাংলা আরও বড় ধাক্কা খায় সুদীপ ঘরামি শূন্য রানে প্যাভেলিয়ে ফিরতেই। সেই সময় করণলালের সঙ্গে জুটি বেঁধে ঋত্বিক চট্টোপাধ্যায় বাংলাকে বিপদের থেকে টেনে তোলার চেষ্টা করতে থাকেন। কিন্তু ঋত্বিক ১২ বল খেলে ২৮ রান করে সাজঘরে ফিরতেই আবার ধ্বসের মুখে পড়ে বাংলা। তারপর অবশ্য ক্রিজে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি করণলাল-ও। মাত্র ৩৩ রানে প্যাভেলিয়নে ফিরলেন তিনি। এরপর ৭ রানে শাহবাজ আমেদ, ৬ রানে অগ্নিভ আউট হলে আবার চাপে পড়ে বাংলা দল। শেষ সময় প্রদীপ্তর সঙ্গে জুটি বাঁধেন মহম্মদ শামি। প্রদীপ্ত ৩০ রান করে আউট হলেও, ৩২ রানে অপরাজিত থাকেন শামি। মূলত চারজন ব্যাটসম্যানের কাঁধে ভর করেই নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে বাংলার ১৫৯ রান।

জয়ের জন্য ১৬০ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে চণ্ডিগড়ের শুরুটাও ভাল হয়নি। ওপেনার আর্সলান খানকে কোনও রান করারই সুযোগ দিলেন মহম্মদ শামি। তবে রাজ ভাওয়া, প্রদীপ যাদব, নিখিল শর্মা এবং মনন ভোরা দলকে জয়ের লক্ষ্যমাত্রার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা ফলপ্রসু হল না। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে চণ্ডিগড়ের সংগ্রহ ১৫৬ রান।

Related Articles