মুস্তাক আলিতে জয় অব্যাহত বাংলার

Truth Of Bengal: মুস্তাক আলি ট্রফিতে রবিবার মেঘালয়কে হারানোর পর মঙ্গলবার বিহারের বিপক্ষেও জয় পেল বাংলা দল। ৯ উইকেটের বিনিময়ে জয় হাসিল লক্ষ্মীর ছেলেদের। এদিন দিন ম্যাচে প্রথমে ব্যাট করে বিহার। নির্ধারিত ২০ ওভারে তাদের সংগ্রহ ছয় উইকেট হারিয়ে ১৪৭ রান।
বিহারের হয়ে সর্বোচ্চ ৭৯ রান করেন দলনেতা সাকিবুল গণি। ৫৬ বলে এই রান করেন তিনি। গণির ইনিংসে ছিল ১২টি চার ও একটি ছয়। গণি ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন কুমার রজনীশ। তাঁর ব্যাট থেকে আসে ১৭ বলে ২২ রান।
আগের ম্যাচে বল হাতে কোনও উইকেট না পেলেও এই ম্যাচে কিন্তু একটি উইকেট ঝুলিতে পোড়েন মহম্মদ সামি। চার ওভার বল করে ১৮ রান দিয়ে এই উইকেটটি তুলে নেন সামি। এছাড়া দুটি উইকেট দখল করেন সায়ন ঘোষ।
মঙ্গলবার ম্যাচে ব্যাট হাতে সেভাবে নজর কাটতে পারলেন না অভিষেক পোড়েল। মাত্র ১৯ রানের মাথাতেই তাঁকে সাজঘরে ফিরে যেতে হয়। তবে বিহারের বিরুদ্ধে ব্যাট হাতে বাংলার ইনিংসকে একাই নিজের কাঁধে টেনে নিয়ে যান করণলাল। ৪৭ বলে ৯৪ রান করে অপরাজিত থাকেন তিনি। করণলালের সঙ্গে ৩২ রানে অপরাজিত থাকেন সুদীপ ঘরামিও।