খেলা

আরও দুই বছরের জন্য নর্থ-ইস্টেই বেনালি

Benali in North East for another two years

Truth of Bengal: চলতি আইএসএল-এ ইতিমধ্যে সুপার সিক্সে নিজেদের জায়গা করে নিয়েছে নর্থ-ইস্ট-ইউনাইটেড। নকআউট পর্বে আগামী ৩০ মার্চ জামশেদপুর এফসির বিপক্ষে মাঠে নামার আগেই

বানালি নর্থ-ইস্টের কোচিং পদে যোগ দিয়েছিলেন ২০২৩ সালে। তারপর থেকে তাঁর হাত ধরেই ভারতীয় ফুটবলে অভূতপূর্ব উন্নতি করেছে। এমনকি তাঁর কোচিংয়েই ডুরান্ড কাপে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছিল উত্তর-পূর্বের পাহাড়ি দলটি।

বেনালির সঙ্গে দুই বছরের চুক্তি করতে পেরে দারুণ খুশি নর্থ-ইস্ট ইউনাইটেডের অন্যতম কর্ণধার জন আব্রাহাম। এই বিষয়ে তিনি জানান, ‘বানালির সঙ্গে চুক্তি বৃদ্ধি করতে পেরে আমরা দারুণ খুশি। যেভাবে তিনি দলটির মধ্যে অভূতপূর্ণ উন্নতি করেছেন তার প্রশংসা করতেই হবে। আমরা আশাবাদী আগামী দিনে তাঁর হাত ধরেই নর্থ-ইস্ট-ইউনাইটেড সাফল্যের মুখ দেখতে পাবে।’

অপর দিকে পুরনো ক্লাবে থাকতে পেরে খুশি বেনালি নিজেও। তিনি জানান, ‘এই ক্লাবে থাকতে পেরে আমি আনন্দিত। আশাকরি আগামী বছরগুলিতেও আমরা সকলে মিলে দারুণ সময় কাটাতে পারব। আগামী দিনগুলিতে এমন কিছু করে যেতে চাই যা এই ক্লাবের ভবিষ্যত উন্নতির ক্ষেত্রে ভাল পদক্ষেপ হবে।’

Related Articles