
The Truth of Bengal: বিশ্বকাপের পর হতাশ টিম ইন্ডিয়ার সিনিয়র দলের খেলোয়াড়রা । বিশ্বকাপে জিততে পারেনি ভারত।এই মুহূর্তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলছে ভারতীয় দল । ভারতীয় দল এর পর দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে । কিন্তু সেই ম্যাচে ভারত কে নেতৃত্ব দেবেন কে তা নিয়ে বেশ ধোঁয়াশা রয়েছে। তবে বিসিসিআই এর তরফ থেকে রোহিতকে ই চাইছে । কিন্তু রোহিত ও আর বাকি সতীর্থদের মতো হতাশ , নিরাশ । তিনি চাইছেন না দায়িত্ব নিতে । জানা গেছে রোহিতের অনিচ্ছা রয়েছে। তবুও , বিসিসিআই চায় রোহিতকে পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ক্যাপ্টেন হিসাবে। আসলে রোহিত সংক্ষিপ্ততম ফরম্যাটে খেলার জন্য তার অনিচ্ছা প্রকাশ করেছেন।
যদিও ভারতীয় দল বর্তমানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলছে, যেখানে ২-১ ব্যাবধানে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যদি রোহিত ক্যাপ্টেন্সি করতে রাজি না হন তবে সূর্যকুমার যাদবকে অধিনায়ক হিসাবে দেখা যাবে বলেই জানা গেছে । বোর্ড চাইছে বিশ্বকাপ পর্যন্ত ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক থাকুক রোহিত। কিন্তু তিনি সাদা বলের ক্রিকেটে অধিনায়কত্ব করবেন কি না এখনো জানেনা বোর্ড। বেশ কিছুদিন ধরেই টি টোয়েন্টি ফরম্যাটে অধিনায়কত্ব করছেন হার্দিক পান্ডিয়া। চোটের কারণে তিনি না থাকায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অধিনায়ক হয়েছেন তোমার যাদব।
উল্লেখ্য বিশ্বকাপের এই হারের পর কোচের পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কোচ দ্রাবিড় । আসলে আশা হত হয়েছিলেন কোচ দ্রাবিড় । মেয়াদ শেষ করতে চেয়েছিলেন । কিন্তু বোর্ড কর্তারা বৈঠক করেন । তাকে থাকার কথাও বলেন কোচের পদে । বোর্ড কর্তারা বলেন ২বছরের কোচিংঅভিজ্ঞতাও দলে তাঁর উপস্থিতির কারণে বেশ ভালো ফল পাওয়া গিয়েছে। তাই তাকে থাকার কথা বলেছেন বোর্ড কর্তারা। একই সঙ্গে রোহিতকেও চাইছেন কর্তারা । এই ম্যাচের আসর বসবে আগামী বছর মার্কিন যুক্তরাষ্ট্রে, জুন-জুলাই মাসে।