খেলা

বোর্ডের নির্দেশের পরও পরিবার নিয়ে যাওয়ার আবেদন, খারিজ করল বিসিসিআই

BCCI rejects request to take family with them despite board's order

Truth Of Bengal: বিদেশের মাটিতে সিরিজ খেলার সময় ক্রিকেটারদের সঙ্গে তাঁদের পরিবারের সদস্যদের থাকার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছিল বিসিসিআই। সেই নির্দেশ মতো বোর্ডের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ক্রিকেটারদের সঙ্গে তাঁদের পরিবারের সদস্যরা যেতে পারবেন না।

সংবাদ সংস্থা সূত্রে খবর, বোর্ডের এমন নির্দেশের পরও নাকি টিম ইন্ডিয়ার এক সিনিয়র ক্রিকেটার বিসিসিআই-র কাছে জানতে চেয়েছিলেন তাঁর পরিবারের সদস্যদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিয়ে যেতে পারবেন কি না। ওই ক্রিকেটারের কাছে এমন অনুরোধ পাওয়ার পরই ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, বোর্ডের এইরকম কোনও নিয়ম নেই। এবং এ ক্ষেত্রে বোর্ডের যে নিয়ম আছে সেটাই মেনে চলা হবে। পাশাপাশি বোর্ডের পক্ষ থেকে ওই ক্রিকেটারকে এটাও জানিয়ে দেওয়া হয়েছে যদি ওই ক্রিকেটার তাঁর পরিবারের সদস্যদের জন্য পুরো খরচ বহন করেন, তবে বোর্ড তাঁর অনুরোধ অবশ্যই ভেবে দেখবে।

এই প্রসঙ্গে সংবাদসংস্থাকে বোর্ডের এক কর্তা স্পষ্টভাবে জানিয়ে দেন, ‘এখন অবধি বোর্ডের যা নির্দেশ আছে সেটা প্রত্যেককে মানতে হবে। যদি কিছু পরিবর্তন হয়, তাহলে সেটা আলাদা ব্যাপার। সুতরাং এখন অবধি যখন নিয়মের পরিবর্তনের কথা বিসিসিআই জানায়নি, কাজেই যেটা আগেই বলা হয়েছিল বোর্ডের তরফ থেকে সেটাই থাকবে। আর যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফি একমাসের কম, তাই সেখানে পরিবারের সদস্যদের নিয়ে যাওয়ার কোনও গল্পই নেই। তবুও এক সিনিয়র ক্রিকেটার এই বিষয়ে বোর্ডের কাছে জানতে চেয়েছিলেন। কিন্তু তাঁকেও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে বোর্ডের নিয়ম।’

উল্লেখ্য, গত বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারত ব্যর্থ হওয়ার পরই খেলোয়াড়দের পারফরম্যান্সের ওপর যথেষ্ট ক্ষুব্ধ হয়েছিল বিসিসিআই। তারপরই বোর্ডের সভায় ক্রিকেটারদের জন্য অনেকগুলি নিয়ম চালু করেছিলেন বোর্ড কর্তারা। তারমধ্যে অন্যতম হল ক্রিকেটারদের পরিবার আর পুরো সময় দলের সঙ্গে থাকতে পারবে না। এমনকি তাঁরা আলাদা করে রাঁধুনিও রাখতে পারবেন না। সহকারীরা গেলেও তাঁদেরকেও থাকতে হবে অন্য হোটেলে। দলের হোটেলে থাকা যাবে না। এমনকি ক্রিকেটাররা আলাদা গাড়িও ব্যবহার করতে পারবেন না। যা ইংল্যান্ড সিরিজ থেকেই কার্যকর হয়েছে। সুতরাং বোর্ড ও দলের প্রধান কোচ গৌতম গম্ভীর যে দলগত সংহতীর ওপর বিশেষ জোর দিয়েছেন তা এর থেকেই প্রমাণিত।

Related Articles