খেলা

ঘরোয়া কুড়ি-বিশের ম্যাচে বিশ্ব রেকর্ড গড়ল বরোদা

Truth Of Bengal: সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফিতে সিকিমের বিপক্ষে ৩৪৯ রান করে নজির সৃষ্টি করল বরোদা। এর আগে আন্তর্জাতিক প্রথম শ্রেণির টি-টোয়েন্টি ম্যাচে সর্বাধিক স্কোর ছিল ৩৪৪। চলতি বছর তা ভেঙে দিল বরোদা। সিকিমকে হারিয়ে ক্রুণাল পাণ্ডিয়ারা ম্যাচ জিতলেন ২৬৩ রানে।

বৃহস্পতিবার ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে বরোদা এই বিশাল রান তোলে। বরোদার হয়ে ৫১ বলে ১৩৪ রানের দূরন্ত ইনিংস খেলেন ভানু পানিয়া। এছাড়া অভিমনুসিং রাজপুত, শিভালিক শর্মা এবং বিষ্ণু সোলাঙ্কি অর্ধ্বশতরান পূর্ণ করেন। ম্যাচে বরোদার ব্যাটসম্যানদের ওপর কোনও প্রভাবই ফেলতে পারেননি পাহাড়ি রাজ্যের বোলাররা।

জবাবে ব্যাট করতে নেমে সিকিমের কোনও ব্যাটসম্যানই সেভাবে ক্রিজে দাঁড়াতে পারলেন না। ফলে ফল যা হওয়ার তাই হল। সিকিমের হয়ে সর্বোচ্চ ২২ রান করেন উইকেটরক্ষক আশিষ থাপা। এবং দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান করেন রবিন মানকুমার লিম্বো। ম্যাচে ব্যাট করার সুযোগ না পেলেও বল হাতে একটি উইকেট দখল করেন অধিনায়ক ক্রুণাল। বরোদার হয়ে দুটি করে উইকেট নেন নিনাদ রাজভা ও মহেশ পাইথিয়া।