
Truth of Bengal: ২০২৫ সালে লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে থেকেই অভিযান শুরু করেছিল অ্যাটলেটিকো। কিন্তু ফেব্রুয়ারি মাসের শেষ দিকেই তাদের শীর্ষস্থান থেকে সরিয়ে দিল কাতালানরা। এ যেন একেবারে সাপ-লুডোর খেলা। প্রথমে বার্সাকে দুইয়ে নামিয়ে ম্যাচ জিতে এক নম্বরে উঠে এসেছিল অ্যাটলেটিকো। কিন্তু আড়াই ঘণ্টা প্রথম স্থানে থেকেই ফের দ্বিতীয় স্থানে নেমে গেল মাদ্রিদের ক্লাবটি।
লা-লিগার প্রথম ম্যাচে অ্যাটলেটিকো মুখোমুখি হয়েছিল ভ্যালেন্সিয়ার। সেই ম্যাচে মাদ্রিদ জায়ান্টরা ৩-০ গোলের ব্যবধানে জয় তুলে নিল। অ্যাটলেটিকোর হয়ে জোড়া গোল করে স্কোরশিটে নাম তুললেন জুলিয়ান আলভারেজ। এরপর নির্ধারিত সময়ে ম্যাচ শেষ হওয়ার মিনিট চারেক আগে ফের অ্যাটলেটিকোর হয়ে ব্যবধান বাড়ান অ্যাঞ্জেল কোরেরা। ম্যাচ জিতে বার্সাকে দুইয়ে পাঠিয়ে শীর্ষে উঠেছিল অ্যাটলেটিকো।
এরপর দ্বিতীয় ম্যাচে বার্সেলোনা মুখোমুখি হয় লাস পালমাসের বিপক্ষে। সেই ম্যাচে কাতালানরা ২-০ গোলে জয় তুলে নিয়ে ফের শীর্ষস্থান থেকে নামিয়ে দিল অ্যাটলেটিকো মাদ্রিদকে। পালমাসের বিপক্ষে বার্সার হয়ে স্কোরশিটে নাম তুললেন দানি আলমাও এবং ফেরান তোরেস।
ম্যাচে জয় পেলেও বার্সাকে কিন্তু কঠিন লড়াইয়ের মুখেই ফেলে দিয়েছিল পালমাস। ম্যাচের প্রথমার্ধ গোলশূন্যভাবেই শেষ হয়। বার্সা প্রথম গোলের দেখা পায় ৬২ মিনিটে। এরপর অতিরিক্ত সময়ে ফের ব্যবধান বাড়িয়ে জয় নিশ্চিত করে ফের শীর্ষস্থানে উঠে আসে।