
Truth Of Bengal: লা লিগার পয়েন্ট টেবিলে সাপ-লুডোর খেলা চলছে। এতদিন পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল কার্লো আনসেলত্তির রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপে-ভিনিসিয়াস জুনিয়ারদের সরিয়ে সোমবার রাতেই ফের শীর্ষে উঠে এল হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা।
রায়ো ভালকানোর বিপক্ষে ম্যাচে কাতালানদের হয়ে একমাত্র গোলটি করেন পোলিশ স্ট্রাইকার রবার্ট লেওয়ানডস্কি। ম্যাচের ২৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন তিনি। তবে ম্যাচে জয় পেলেও বার্সাকে কঠিন লড়াইয়ের মুখেই ফেলে দিয়েছিলেন রায়ো ভালকানোর ফুটবলাররা। তাদের একটি গোল অফসাইডের জন্য বাতিল না হলে হয়ত এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হত বার্সাকে। কিন্তু কপাল ভাল, তা আর হয়নি।
ম্যাচ জিতে এতদিন পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদকে দ্বিতীয় স্থানে নামিয়ে দিলেন লেওয়ানডস্কিরা। কেননা ২৪ ম্যাচে রিয়ালের পয়েন্ট ছিল ৫১। সমসংখ্যক ম্যাচে বার্সারও সমসংখ্যক থাকলেও গোল পার্থক্যে মাদ্রিদ জায়ান্টদের পিছনে ফেলে দিলেন কাতালানরা।
ম্যাচ শেষে বার্সা কোচ হ্যান্সি ফ্লিক জানান, ‘দলের খেলোয়াড়দের অশেষ ধন্যবাদ। আমরা শীর্ষস্থানে আসার জন্য অনেকদিন ধরেই চেষ্টা করছিলাম। অবশেষে সেটা সম্ভব হল। তবে এখনই আনন্দে গা ভাসাবার সময় আসেনি। এখনও অনেকটা সময় যেতে হবে। এবং সেই লক্ষ্য নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে।’