মুম্বই নয়, ঘরের মাঠেই লিগ-শিল্ড জিততে চান বাগান কোচ
Bagan coach wants to win the League Shield at home, not in Mumbai

Truth Of Bengal: শনিবার কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে কেরলকে ধরাশায়ী করে ম্যাচ থেকে জয় ছিনিয়ে নিয়েছে মোহনবাগান। ম্যাচ জিতে ২১ ম্যাচে ১৫টিতে জয়ের ফলে ৪৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রইল বাগান। এবার ২৩ ফেব্রুয়ারি ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ ওড়িশা এফসি। লিগ-শিল্ড খেতাব জয় করতে গেলে মোলিনার দলের দরকার আর মাত্র ৩ পয়েন্ট। কাজেই ঘরের মাঠে ওড়িশাকে বধ করেই লিগ-শিল্ড খেতাব জয় করে নিতে চান বাগান কোচ।
শনিবার কোচিতে কেরলকে বধ করে সাংবাদিক সম্মেলনে মোহনবাগান কোচ জানান, ‘কেরল ম্যাচ থেকে মূল্যবান ৩ পয়েন্ট পেয়ে আমি খুশি। লিগ-শিল্ড খেতাব জয়ের দোড়গড়ায় দাঁড়িয়ে থাকলেও, এই অ্যাওয়ে ম্যাচ থেকে মূলব্যান পয়েন্ট পাওয়াটা আমাদের দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এবং সেটা আমার ছেলেরা পেরেছে। আমাদের লিগ-শিল্ড খেতাব জয়ের সঙ্গে দূরত্ব আর বেশি নয়। কাজেই কোনওভাবেই যাতে মনসংযোগে ব্যাঘাত না ঘটে সেটা মাথায় রাখতে হবে।’
মোলিনা তাঁর দলের গোলরক্ষক বিশাল কায়েথের প্রশংসা করে বলেন, ‘আমাদের প্রতিপক্ষ দল তাদের ঘরের মাঠে ম্যাচের প্রথম থেকেই আমাদের ওপর চাপ সৃষ্টি করছিল। বল পজিশন থেকে শুরু করে সব বিভাগেই আমাদের টেক্কা দেওয়ার চেষ্টা করেছিল। এক দুইবার গোলের খুব কাছে পৌঁছে গেলেও বিশাল আমাদের সে যাত্রায় রক্ষা করেছে। এক কথায় দারুণ সেভ।’
প্রথমার্ধের খেলাতে মনবীর-লিস্টনরা তাঁকে খুশি করতে না পারলেও, দ্বিতীয়ার্ধে দলের খেলায় তাঁকে খুশি করেছে বলেই জানান বাগান কোচ। পাশাপাশি প্রশংসা করেন দলের অন্যতম ফুটবলার কামিন্সের।