ম্যাচ হারলেও দলের খেলায় খুশি বাগান কোচ
Bagan coach happy with team's performance despite losing match

Truth Of Bengal: শুক্রবার আইএসএল-র গুরুত্বপূর্ণ ম্যাচে এফসি গোয়ার কাছে ২-১ গোলে হারতে হল মোলিনার মোহনবাগানকে। এই ম্যাচে হারের আগে গত ৫ অক্টোবর বেঙ্গালুরুর কাছে হারের মুখ দেখেছিল বাগান শিবির। তারপর থেকে এতদিন অপরাজিত অ্যাখ্যা বজায় রেখেছিল শুভাশিস-টম-সাহালরা।
ম্যাচের পর সাংবাদিক সম্মেলেন এসে মোলিনা বলেন, এফসি গোয়ার বিপক্ষে আমরা ম্যাচ হারলেও, দলের খেলায় আমি খুশি। আমার আশা পরের ম্যাচ থেকেই আমরা আবার জয়ের সরণীতে ফিরতে পারব। বাগান কোচ আরও বলেন, ‘গোয়ার বিপক্ষে ম্যাচে আমরা ফুটবলাররা সাধ্যমত চেষ্টা করেছেন নিজেদের সেরা পারফরম্যান্স দিতে। এবং তারফলেই আমরা গোয়ার বিপক্ষে যেমন আক্রমণে গিয়েছি, ঠিক তেমনিভাবে রক্ষণকেও সামলে রেখেছিলাম। কিন্তু আমাদের দুঃভার্গ্য, প্রথমার্ধে ওইরকম একটা গোল খেয়ে যাই।’ তাঁর দল যে গোল শোধের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি সে কথাও জানাতে ভুললেন না শুভাশিসদের হেডস্যার। এর পাশাপাশি বোরহার সেন্টার থেকে বরিসন হেডে যে গোলটি করেন, তারও প্রশংসা করেন মোলিনা।
বাগান কোচ আরও বলেন, দ্বিতীয় গোল খাওয়ার পরও আমরা বিভিন্ন পরিকল্পনা অনুযায়ী গোয়ার বিরুদ্ধে ম্যাচে সমতায় ফেরার চেষ্টা করেছিলাম। কিন্তু চেষ্টা করলে কি হবে, শুক্রবার ম্যাচে ভাগ্য আমাদের সাথ দেয়নি। ম্যারাথন লিগে মাঝে মাঝে এইরকম হতেই পারে। এর জন্য মন খারাপ করে ভেঙে পড়ার কিছু নেই। আমরা এই ম্যাচের ভুলভ্রান্তিগুলো যাতে পরের ম্যাচে না হয় তার জন্য সদা সতর্ক থাকতে হবে বলেই জানান তিনি। সব শেষে বাগান ফুটবলারদের শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন করা হলে মোলিনা বলেন, তাঁর দলের ফুটবলারদের শারীরিক কোনও সমস্যা নেই। তবে দলের প্রত্যেককে আরও পরিশ্রম করতে হবে বলেই জানান মোলিনা।