খেলা

বুধবার থেকেই বেঙ্গালুরু ম্যাচের প্রস্তুতি শুরু বাগানের

Bagan begins preparations for Bengaluru match from Wednesday

Truth Of Bengal: আগামী ১২ এপ্রিল যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল-র ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। যে ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টের মুখোমুখি হবে বেঙ্গালুরু এফসি। সুতরাং হাতে আর বেশি সময় নেই। কাজেই বুধবার থেকেই অনুশীলনে সদলবলে যুবভারতীর অনুশীলন গ্রাউন্ডে দলকে নিয়ে নেমে পড়লেন বাগান কোচ।

এদিনের অনুশীলনের শুরুতেই হালকা গা ঘামিয়ে নিয়ে তারপর বল পায়ে কিছুক্ষণ সিচুয়েশন অনুশীলন করালেন মোলিনা। অনুশীলনে স্বদেশীদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিদেশীরাও। ঘণ্টা দেড়কের অনুশীলনের পর দলের ফুটবলারদের নিয়ে বেঙ্গালুরু ম্যাচের রণকৌশলের কি হবে তাই নিয়ে ফুটবলারদের সঙ্গে কথা বলেন তিনি।

কেননা ফাইনাল ম্যাচ সব সময়ই আলাদা। তাছাড়া প্রতিপক্ষ বেঙ্গালুরু কঠিন দল। যে দলে সুনীল ছেত্রী, রাহুল ভেকেদের মত ফুটবলাররা রয়েছেন। লিগ পর্যায়ে দুই দলই একটি করে ম্যাচে জয়ের স্বাদ পেয়েছিল। তাই ফাইনাল ম্যাচ নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে চাইছেন না মোহনবাগান কোচ। বুধবারের অনুশীলনে মনবীর, শুভাশিস, লিস্টনদের শরীরী ভাষাই যেন বলে দিচ্ছিল এবার ট্রফি জয়ের স্বাদ পেতে তাঁরা মরিয়া।

Related Articles