খেলা

বিরাটের কৃতিত্বে ভাগ বসালেন বাবর!

Babar shared in the achievements of Virat!

The Truth Of Bengal :  ওডিআই বিশ্বকাপে হারার পর থেকে একের পর এক ম্যাচে হারতে হচ্ছে পাকিস্তান ক্রিকেট টিমকে। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেও হারতে হলো ইংল্যান্ডের বিরুদ্ধে। ‌ এই টানাপোড়েনের মাঝেও বাবর আজম স্বকীয়তাই উজ্জ্বল। পাকিস্তান বিশ্বকাপের আগেই কুড়ি ওভারের ম্যাচ খেলতে নেমেছিল ইংল্যান্ডের বিপক্ষে ‌।

এই ম্যাচে এবার বিরাট কোহলির মাইলফলক স্পর্শ করলেন বাবর আজম । তার ৩৬ রানের ইনিংসের ফলে ২০ ওভারের ক্রিকেটে বিরাট কোহলির চার হাজার রানের ইনিংস ছুঁয়ে ফেললেন বাবর । এখনো পর্যন্ত টি-টোয়েন্টি ক্রিকেটে ১১৯ টি ম্যাচ খেলে বাবর আজম চার হাজার বাইশ রান করেছে। বিরাট কোহলি একমাত্র ক্রিকেটার ছিলেন যিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪০০০ রানের মালিক ছিলেন এবার ভাগ বসালেন বাবর আজম । যদিও এখন বিরাট কোহলির দখলে রয়েছে ৪০৩৭ রান। ১১৭ টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে বিরাটি এই রান সংগ্রহ করেছেন। এবার চার হাজার মাইলফলক ছুঁলেন বাবর । যদিও বিরাট কোহলিকে টপকে যেতে পারেননি। বিরাটের কাছাকাছি পৌঁছে গেলেও তার এখনো ১৫ রানের প্রয়োজন।

পাকিস্তান দল হারলেও বাবর আজম নিজে এগিয়ে চলেছেন । সক্রিয়তাই তিনি উজ্জ্বল, এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে কোহলি ও বাবরের মধ্যে চলবে টি-টোয়েন্টি বিশ্বকাপে রানের দৌড়ে ।

 

 

Related Articles