
Truth of Bengal: বর্তমানে পাকিস্তান দলের বাইরে রয়েছেন বাবর আজম। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ব্যর্থতার পর পরের দুই টেস্ট ম্যাচ থেকে বাদ পড়েন তিনি। তবে মাঠের বাইরে থাকলেও হাসি মজাতেই কাটছে তার । সম্প্রতি বাবর আজমকে দেখা গেল উসমান কাদিরের মেয়ের জন্মদিনেও। উপস্থিত ছিলেন বাবর আজম। জন্মদিনের পার্টিতে বাবর অনেক মজা করেছেন।
Babar Azam attended Usman Qadir’s daughter’s birthday in Lahore.#Cricket | #Pakistan | #BabarAzam | #UsmanQadir | #Lahore pic.twitter.com/XK79Lm5HuD
— Khel Shel (@khelshel) October 20, 2024
জন্মদিনের পার্টিতে উপস্থিত থাকার মুহূর্ত ভাইরাল হয়েছে। উসমান কাদিরের পরিবারের সঙ্গে অনেকটা সময় কাটান বাবর। উসমানের মেয়েকেও টাকা দেন। এছাড়া কেক কাটার অনুষ্ঠানে উসমান কাদিরের মেয়েকে নিয়ে মঞ্চে হাজির হন তিনি। বাবর আজমকে বেশ উপভোগ করতে দেখা গেছে।
কবে আবার পাকিস্তানি দলে ফিরবেন বাবর আজম তার উত্তর এখনও পাওয়া যায়নি, তবে মনে করা হচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে খেলতে দেখা যাবে এই খেলোয়াড়কে। তবে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেও মাঠের বাইরে থাকবেন বাবর। সম্প্রতি ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছেড়েছেন বাবর আজম।