খেলা

একদিনের ক্রিকেটে দ্রুততম ৬,০০০ রান পূর্ণ করলেন বাবর

Babar becomes fastest to complete 6,000 runs in ODI cricket

Truth Of Bengal: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে একদিনের ক্রিকেটে নজির গড়লেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক বাবর আজম। ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬,০০০ রান পূর্ণ করে ফেললেন বাবর। পাকিস্তানের হয়ে বাবর একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এই নজির গড়লেন ১২৬টি ম্যাচ খেলে। ইনিংস খেলেছেন ১২৩টি। এর ফলেই বাবর পিছনে ফেলে দিলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ব্যাটার হাশিম আমলা ও ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকে।

বিরাট ২০১৪ সালে হায়দরাবাদে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬,০০০ রান পূর্ণ করেছিলেন ১৩৬টি ইনিংস খেলে। বিরাট, হাশিম আমলার পর এই তালিকায় রয়েছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার ডেভিড ওয়ার্নার দুজনেই ১৩৯টি ইনিংস খেলে একদিনের ক্রিকেটে ৬,০০০ রান পূর্ণ করেছিলেন।

বাবর ২০২৩ সালে ৯৭টি ম্যাচ খেলে একদিনের ক্রিকেটে ৫,০০০ রান পূর্ণ করেছিলেন। তবে ৬,০০০ রান পূর্ণ করতে প্রাক্তন পাক অধিনায়ককে বেশ কয়েকটি ম্যাচ অপেক্ষা করতে হয়েছিল। তার কারণই হল বাবরের পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব। বাবর একদিনের ক্রিকেটে শেষ সাত ইনিংসে মাত্র দুটি অর্ধ্বশতরান পূর্ণ করতে পেরেছেন। শুক্রবারের ম্যাচেও তাঁর ব্যাট থেকে বড় রান এল না। মাত্র ২৯ রান করেই প্যাভেলিয়নে ফিরতে হল বাবরকে।

Related Articles