মারাদোনার মৃত্যুর কারণ ফাঁস করলেন ময়নাতদন্তকারী চিকিৎসক
Autopsy doctor reveals Maradona's cause of death

Truth Of Bengal: আজ থেকে প্রায় চার বছর হয়ে গেল প্রয়াত হয়েছেন ফুটবলের রাজপুত্র দিয়াগো আর্মান্দো মারাদোনা। এবার কিংবদন্তী এই ফুটবলারের মৃত্যুর বিস্ফোরক তথ্য জানালেন দিয়াগোর মরদেহের ময়নাতদন্তকারী চিকিৎসক। তাঁর নাম কাসিনেল্লি।
বর্তমানে আর্জেন্টিনার বুয়েনস আইরসের সানা ইসদারো আদালতে কি কারণে দিয়াগোর মৃত্যু ঘটেছিল তাঁর কারণ খুঁজতে শুনানি চলছে। সেখানেই ময়নাতদন্তকারী ওই অফিসার জানান, অতি শ্বাস কষ্টেই মৃত্যু হয়েছে দিয়োগোর। উল্লেখ্য, কোকেন ও মদ্যপানে আসক্ত প্রাক্তন বিশ্বজয়ী অধিনায়কের মস্তিষ্কে অস্ত্রোপচারের পরই আর্জেন্টিনার রাজধানীর এক ভাড়া বাড়িতে থেকেই পরলোকে পাড়ি দিয়েছিলেন দিয়াগো।
দিয়াগোর ওই ময়না তদন্তকারী আরও জানান, ‘মৃত্যুর আগে দিয়াগোর গোটা হৃদযন্ত্র পুরোটাই চর্বি ও জমাট বাঁধা রক্তে ঢাকা থাকার কারণে স্বাভাবিক ভাবেই বোঝা গিয়েছিল মৃত্যুর সময় দিয়াগো কতটা শারীরিক কষ্ট পেয়েছেন। ওই সময় দিয়াগোর চিকিৎসার জন্য যাঁরা ছিলেন, তাঁদের অবশ্যই দিয়াগোর প্রতি নজর রাখা উচিত ছিল।’
মারাদোনার মৃত্যুর পর যখন ময়না তদন্ত করে তার রিপোর্টে বলা হয়, ‘অ্যাকাউট পারমোনারি’ হয়েই মারাদোনার মৃত্যু হয়েছে। ফুসফুসে জল জমলে রোগীর এইরকম অবস্থা হয়। কাসিনেল্লি আরও বলেন, ‘যে বাড়িতে দিয়াগো মারা গিয়েছেন সেই বাড়িটা সেটা ঘরোয়া হাসপাতালের জন্য একেবারেই বেমানান।’
উল্লেখ্য, মারাদোনা মৃত্যুর জন্য অভিযুক্তের তালিকায় রয়েছেন সাত জন। এই তালিকায় রয়েছেন মারাদোনার ব্যক্তিগত চিকিৎসকও। কেননা মৃত্যুর আগে অবধি দিয়োগা যে ওষুধ খেতেন, তা তাঁর ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শ মেনেই। প্রসঙ্গত, যদি এই মামলায় অভিযুক্তদের দোষ প্রমাণিত হয়, তাহলে তাঁদের ৮ থেকে ২৫ বছর পর্যন্ত কারাবাস হতে পারে। গত মঙ্গলবার থেকে এই মামলার শুনানি শুরু হয়েছে। মনে করা হচ্ছে আগামী চার মাস অবধি এই শুনানি চলবে। এবং ১২০ জনের স্বাক্ষদানের কথাও রয়েছে।