বিশ্বকাপে অস্ট্রেলিয়ার দল ঘোষণা, শ্রদ্ধার্ঘ্য প্রয়াত সাইমন্ডসকে
Australia's World Cup squad announced, tributes to late Symonds

The Truth Of Bengal : আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। তবে তাদের দলে জায়গা হয়নি অভিজ্ঞ স্টিভেন স্মিথ, তরুণ জ্যাক ফ্রেসার-ম্যাকগার্ক, পেসার জ্যাসন বেহেরেনডর্ফ ও অলরাউন্ডার ম্যাট শর্টের। তবে দল ঘোষণায় নজর কাড়ল দুই খুদে। প্রাক্তন অজি ক্রিকেটারদের সঙ্গে দল ঘোষণা করল অ্যান্ড্রু সাইমন্ডসের দুই সন্তান। অজি ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়, প্রয়াত ক্রিকেটারকে শ্রদ্ধা জানাতেই এই পদক্ষেপ। দলে জায়গা পেয়েছেন ২০২২ সালের পর আর টি-টোয়েন্টি না খেলা অ্যাস্টন অ্যাগার।
প্রত্যাশিতভাবে আছেন মার্কাস স্টয়েনিস, টিম ডেভিড, ক্যামেরন গ্রিন ও গ্লেন ম্যাক্সওয়েলরা। ১৫ সদস্যের দলটিকে নেতৃত্ব দিবেন মিচেল মার্শ। এবারের বিশ্বকাপে অস্ট্রেলিয়া আছে ‘বি’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ ওমান, ইংল্যান্ড, নামিবিয়া ও স্কটল্যান্ড। ৫ জুন বার্বাডোজে ওমানের বিপক্ষের ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ মিশন শুরু হবে। অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল এ অধিনায়ক মিচেল মার্শ, অ্যাস্টন অ্যাগার, প্যাট কামিন্স, টিম ডেভিড, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জশ ইঙ্গলিস, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়েনিস, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।