মাত্র ১০৪ রানেই গুটিয়ে গেল অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস
Australia's first innings ended with just 104 runs

Truth Of Bengal: প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ৭ উইকেটের বিনিময়ে ৬৭ রান। দ্বিতীয় দিনের শুরুতেই অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের সমাপ্তি কত জলদি হয় সেটাই দেখার ছিল। অবশ্য বেশিক্ষণ সময় নেননি বুমার-বাহিনী। মাত্র ১০৪ রানেই অল আউট করে অজিদের প্রথম ইনিংসের সমাপ্তি ঘটে। অর্থ্যাৎ প্রথম ইনিংসে ভারত এগিয়ে মাত্র ৪৬ রানে।
প্রথম ইনিংসের শেষে ভারতীয় বোলারদের মধ্যে বুমরা একাই নিলেন ৫ উইকেট। ১৮ ওভার বল করেছেন ভারতীয় পেসার। তবে টেস্ট দলে অভিষেক হয়ে প্রথম ইনিংসেই তিনটি উইকেট দখল করেছেন হর্ষিত রানা। অন্য দিকে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ২৬ রান করেছেন গতবারের আইপিএল-র সবচেয়ে দামি খেলোয়াড় মিচেল স্টার্ক। বাকি সব খেলোয়াড়ই ভারতীয় পেস বোলারদের সামনে একপ্রকার মাথা নীচু করেই আত্মসমপর্ণ করলেন।
ব্যর্থতার তালিকায় রয়েছেন উসমান খাওজা থেকে শুরু করে লাবুসেন, ট্রাভিস হেড স্মিথের মতো অভিজ্ঞ খেলোয়াড়রা। আর তাঁদের দেখানো পথই অনুসরণ করলেন নবাগত ম্যাকসুয়েনি। যাঁকে নিয়ে এত আলোচনা হয়েছিল, সেই নবাগত অজি ব্যাটসম্যানও প্রথম ইনিংসে নজর কাড়তে ব্যর্থ হলেন। দ্বিতীয় ইনিংসে এখন অবধি ভারতের সংগ্রহ কোনও উইকেট না হারিয়ে ২৭ রান। ভারত এগিয়ে ৭৩ রানে।