
Truth Of Bengal: মেলবোর্নে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ভারত বনাম অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্ট। এই টেস্টের দ্বিতীয় দিনেই নতুন নজির গড়লেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ার ইনিংসের সমাপ্তির পর ব্যাট করতে নামে টিম-ইন্ডিয়া। এই টেস্টে যশস্বীর সঙ্গে ওপেন করতে নামেন অধিনায়ক রোহিত শর্মা।
তাঁর ঝুলিতে তখন মাত্র ৩ রান। বোলার ছিলেন প্যাট কামিন্স। অফ স্ট্যাম্পের বেশ খানিকটা বাইরের বলে পুল করতে গিয়ে ক্যাচ তুলে স্কট বোল্যান্ডের হাতে ধরা পড়লেন হিটম্যান। রোহিতকে এই আউট করে এক নতুন নজির গড়লেন কামিন্স। এই নিয়ে পঞ্চমবার তাঁর বলেই আউট হয়ে সাজঘরের পথ দেখলেন রোহিত। টেস্ট ক্রিকেটের ইতিহাসে কোনও অধিনায়ক এর আগে অপর কোনও অধিনায়ককে এত বেশিবার আউট করতে পারেননি।
প্রসঙ্গত, এর আগে অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডের মধ্যে সিরিজে ব্রিটিশ অধিনায়ক টেড ডেক্সটারকে পাঁচবার আউট করার কৃতিত্ব অর্জন করেছিলেন অস্ট্রেলিয়ার রিচি বেনো। অপর দিকে ভারত বনাম পাকিস্তান সিরিজে এমন নজির গড়েছিলেন প্রাক্তন পাকিস্তান অধিনায়ক ইমরান খান। তাঁর বলেই পাঁচ বার আউট হয়ে সাজঘরে ফিরেছিলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক সুনীল গাভাসকর।