
The Truth of Bengal: জলে দাপট ভারতের, এশিয়ান গেমসে সেইলিংয়ে রূপোর পদক জিতলেন ভারতের নেহা ঠাকুর। মঙ্গলবার দিনের শুরুটা হয়েছিল হকিকে বড় ব্যবধানে জয়ের মধ্য দিয়ে। এরপর শুটিংয়ে একটুর জন্য পদক হাতছাড়া হয়। কিন্তু বেলা গড়াতেই পদকের খাতা খুললেন নেহা ঠাকুর। স্থলে নয় আরও একবার জল থেকেই এল পদক। এশিয়ান গেমসে সেইলিংয়ে রূপোর পদক জিতলেন ভারতের নেহা ঠাকুর। নেহা মেয়েদের ডিঙ্গি ইভেন্টে রুপো জিতলেন।
ধারাবাহিক ভাবে ভাল খেলে দেশকে পদক এনে দিলেন তিনি। ১৭ বছরের নেহা থাইল্যান্ডের নোপ্পাস্রন খুনবুজানকে হারিয়ে পদক জিতেলন। রুপো জেতার মুহূর্তে তাঁর নেট স্কোর ছিল ২৭। ১১ রাউন্ডের পর পদক জিতলেন এই ভারতীয় কন্যা। এশিয়ান গেমসে চতুর্থ রুপো এল ভারতের ঘরে। এখনও পর্যন্ত ১২টি পদক জিতছেন ভারতীয় অ্যাথলিটরা। তারমধ্যে রয়েছে দুটি সোনা।সেলিং-এ, প্রতিযোগীর সবচেয়ে খারাপ স্কোর মোট পয়েন্ট থেকে বিয়োগ করে নেট স্কোর নির্ধারণ করা হয়। সর্বনিম্ন নেট স্কোর যাঁর তাঁকেই বিজয়ী হিসাবে ঘোষণা করা হয়। মেয়ের ডিঙ্গি আইএলসিএ-৪ বিভাগে ১১টি রেস হয়েছে।
ভারতীয় প্রতিযোগি নেহা মোট ৩২ পয়েন্ট নিয়ে শেষ করেন। নেহার সবচেয়ে খারাপ পারফরম্যান্স ছিল পঞ্চম রেসে যেখানে তিনি ২৭ এর নেট স্কোর নিয়ে শেষ করতে পাঁচ পয়েন্ট পেয়েছিলেন। প্রথম দিন রোয়িংয়ে পদক এসেছিল। ‘মেন্স ফোর’ বিভাগে যশবিন্দর, ভীম, পুনিত এবং আশিস ব্রোঞ্জ পেয়েছেন। রবিবার রোয়িং থেকে এল আরও পদক। কক্সলেস ফোর ইভেন্ট থেকে ব্রোঞ্জ এনেছেন আশিস, ভীম সিং, জসবিন্দর সিং ও পুনীত কুমার। জলে ভারতীয়দের সাফল্য অব্যাহত। সেইলিংয়ে রূপোর পদক জিতলেন ভারতের নেহা ঠাকুর।