খেলা

অবশেষে জট কাটল এশিয়া কাপের! খুব শীঘ্রই সামনে আসবে সূচী

Asia Cup

The Truth of Bengal: এশিয়া কাপের দিনক্ষণ আগে ঘোষণা হলেও সূচি এখনো ঘোষণা হয়নি । খুব শীঘ্রই সূচি ঘোষণা হবে বলেই জানিয়েছে অরুণ ধুমাল । আইসিসির কর্মসমিতির বৈঠকে  আলোচনার পর অরুণ ধুমাল জানিয়েছেন এ খবর । এশিয়ান ক্রিকেট কাউন্সিল প্রধান জয় শাহ কথা বলেছেন পিসিবির ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান জাকা আশরাফের সঙ্গে । সূচি নিয়ে আলোচনা হয়েছে। খুব শীঘ্রই সেই সূচি সামনে আসবে।

তবে জানা গিয়েছে , ৫ সেপ্টেম্বর ডাম্বুলায় ভারত পাকিস্তান ম্যাচ রয়েছে। তবে হাইব্রিড মডেল অনুযায়ী ম্যাচ হবে ।  মডেল অনুযায়ী চারটে ম্যাচ পাকিস্তানে ও ন’টা ম্যাচ শ্রীলঙ্কাতে রয়েছে। বিশ্বকাপে ভারতের মাটিতে যে পাকিস্তানের খেলোয়াড়রা আসবেন না বলে জানিয়েছিল নাজম শেঠি । তার উপযুক্ত জবাব দিয়েছে এসিসি।

জানিয়েছে ” ওরা কী করবে না করবে, সেটা ওদের সম্পূর্ণ আভ্যন্তরীণ ব্যাপার। আমরা এটা নিয়ে একদমই ভাবছি না। আমরা সবাই জানি, পাক বোর্ডের তরফে যে হাইব্রিড মডেলের প্রস্তাব দেওয়া হয়েছিল, সেই অনুযায়ী টুর্নামেন্ট হচ্ছে। পাকিস্তানের ক্রীড়ামন্ত্রীকে একটু মনে করিয়ে দিতে চাই, এশিয়া কাপে চারটে ম্যাচ পাকিস্তানে আর নটা ম্যাচ শ্রীলঙ্কায় হবে, তাতে সম্মতি জানিয়ে পিসিবির তরফ থেকে প্রেস রিলিজ দেওয়া হয়েছিল।”

 

 

 

Related Articles