
Truth Of Bengal: চলতি মাসের ২২ তারিখ থেকেই পার্থের টেস্ট দিয়ে শুরু হচ্ছে ২০২৪-এর বর্ডা-গাভাসকর ট্রফি। হাইভোল্টেজ এই সিরিজের আগেই মাঠের বাইরের যুদ্ধে সামিল হয়েছেন প্রাক্তন ক্রিকেটার থেকে খেলোয়াড় সকলেই। এবার এই সিরিজে যাঁদের দ্বৈরথের দিকে নজর থাকবে তাঁদের মধ্যে অন্যতম হলেন রবিচন্দ্রন অশ্বিন ও স্টিফ স্মিথ।
ক্রিকেট মাঠের ২২ গজে এই দুজনের দ্বৈরথ ক্রিকেটপ্রেমীদের কাছে অজানা নয়। ক্রিকেট ব্যাট-বলের যুদ্ধে কখনও বাজিমাত করেন অশ্বিন, আবার কখনও অশ্বিনকে হারিয়ে জয়ের মুখ দেখেন অজি ব্যাটসম্যান স্মিথ। কিন্তু এবার এই মহাযুদ্ধে ভারতের অভিজ্ঞ স্পিনার স্পিথকে আউট করার অস্ত্র খুঁজে পেয়েছেন বলেই সংবাদমাধ্যমের কাছে জানান অশ্বিন।
ভারতের অভিজ্ঞ স্পিনার জানান, স্মিথ হচ্ছেন এমন একজন ক্রিকেটার যিনি স্পিন বলটা যথেষ্ট দক্ষতার সঙ্গে খেলেন। নেটেও সেই মতো অনুশীলন করতে দেখা যায় তাঁকে। ওঁর সবচেয়ে বড় গুণ হচ্ছে যে পরিকল্পনা নিয়ে স্মিথ মাঠে নামেন সেটি ও বাস্তবে করে দেখাতে চায়। তবে দীর্ঘদিন ওঁর ব্যাটিংয়ের নানা বিষয় দেখে আমি স্মিথকে আউট করার অস্ত্র খুঁজে পেয়েছি বলেও জানান অশ্বিন।
এই অভিজ্ঞ বোলার আরও বলেন, স্মিথ যখন আইপিএল-এ খেলতেন, তখন আমি নেটে ওঁর প্রতি বিশেষ নজর রাখতাম। এবং স্মিথকে দেখে আমার এতটুকু বুঝতে অসুবিধা হয়নি যে, ও যথেষ্ট বুদ্ধি দিয়ে ব্যাটিং করে। স্মিথ হচ্ছে একজন আইডল ক্রিকেটার। ওঁর সবচেয়ে বড় গুণ হচ্ছে, স্মিথ সব সময়ই মাঠে বোলারদের ওপর কর্তৃত্ব বজায় রাখার চেষ্টা করে। আর একজন ব্যাটসম্যানকে দীর্ঘদিন দেখতে দেখতেই তাঁর ভাল দিক যেমন নজরে আসে, ঠিক তেমনি চোখে পড়ে তাঁর দুর্বল দিকগুলোও। কাজেই প্রথম প্রথম ওঁর বিরুদ্ধে খেলার সময় ভাবতাম স্মিথকে হয়তো আউট করা সম্ভব হবে না। ব্যাট-বলের লড়াইয়ে আমাকে হার মেনেই থাকতে হবে ওঁর কাছে। কিন্তু এখন মনে হয় আমার জেতার ক্ষমতা আছে। সবসময় যে স্মিথই জিতবে এমন কোনও মানে নেই। এখন দেখা যাক চলিত বছরে স্মিথ-অশ্বিন ২২ গজের ধুন্ধুমার দ্বৈরথে শেষ পর্যন্ত কে বাজিমাত করেন?