খেলা

আর্থিক কারণে, ব্যাডমিন্টনের কোচের পদ থেকে ইস্তফা অরুণের

Arun resigns from badminton coach's post due to financial reasons

Truth Of Bengal: ভারতীয় ব্যাডমিন্টন জগতের সেরা ১০ কোচদের তালিকায় তাঁর নাম থাকবে। দেশকে একের পর এক সেরা ব্যাডমিন্টন খেলোয়াড় উপহার দিয়েছেন তিনি। ভারতীয় ব্যাডমিন্টন জগতে সেই অন্যতম কোচ হলেন অরুণ বিষ্ণু। কিন্তু আচমকা কেন তিনি এমন সিদ্ধান্ত নিলেন? অবশ্য তার কারণটা শুনলে অবাক হবেন সকলেই। নিজের সরে দাঁড়ানোর পিছনে অন্যতম কারণটা অরুণ তুলে ধরেছেন, তা হল আর্থিক দুর্দশা।

কিন্তু প্রশ্নটা হচ্ছে, ব্যাডমিন্টনের মতো জনপ্রিয় খেলায় কেন কোচদের এইরকম আর্থিক দূরাবস্থার মধ্যে দিন কাটাতে হবে? যাঁর হাত দিয়ে ভারতীয় ব্যাডমিন্টন জগতে উঠে এসেছেন গায়ত্রী গোপীচাঁদ, তৃষা জলীর মতো তারকারা। বিদেশে যেখানে ব্যাডমিন্টন কোচেরা ভাল অর্থ পান, সেখানে ভারতীয় ব্যাডমিন্টনরা কোচেরা কেন আর্থিক দুর্দশার মুখোমুখি হবেন? এই বিষয়ে অরুণের অভিযোগ, ‘ভারতীয় ব্যাডমিন্টন কোচেরা বিদেশের কোচেরা যে অর্থ পান, তার থেকে অনেক কম অর্থ পান। যা দিয়ে তাঁদের সংসার চলে না।’

নিজের বিদায়ের প্রসঙ্গে অরুণ আরও জানান, ‘এখন থেকে জাতীয় দলে কোচিং করানোটা খুব মিস করব। কিন্তু আমার কিছু করার নেই। পরিবারের খেয়ালটাও রাখতে হবে। আমি ছোট থেকে তৃষা ও গায়েত্রীকে কোচিং করিয়েছি। বিশ্বের ব্যাডমিন্টন জগতে ওঁরা এখন উল্লেখযোগ্য নাম। এটা ভেবে দারুণ আনন্দিত হই।’

Related Articles