খেলা

চির ঘুমের দেশে পাড়ি দিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার

Argentina's World Cup-winning footballer passes away to the land of eternal sleep

Truth Of Bengal: প্রয়াত হলেন আর্জেন্টিনার প্রাক্তন বিশ্বকাপার ও ডিফেন্ডার লুইস গালভান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। গালভানের মৃত্যুর খবর নিশ্চিত করেছে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন (এএফএ)।

আর্জেন্টিনা সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বিগত বেশ কয়েকদিন ধরেই নিউমোনিয়ায় গুরুতর অসুস্থ হয়ে রেইনা ফ্লাবিওলা ক্লিনিকে চিকিৎসাধীন ছিলেন গালভান। অবেশেষ মাঠের যুদ্ধে বিশ্বজয় করতে পারলেও জীবন সংগ্রামে আর জয়ী হতে পারলেন না গালভান।

গালভানের মৃত্যু প্রসঙ্গে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আমরা শোকাহত গালভানের পরিবারের সদস্যদের গভীর সমাবেদনা জানাচ্ছি। এবং গালভানের চির আত্মার শান্তি কামনা করি।

প্রসঙ্গত, ১৯৭৮ সালের বিশ্বকাপ ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে ৩-১ গোলে আর্জেন্টিনা। সেই দলের অন্যতম ডিফেন্ডার ছিলেন গালভান। সেই টুর্নামেন্টে তাঁর সঙ্গে অধিনায়ক পাসারেলার জুটির কথা আজও মনে রেখেছেন ফুটবল বিশেষজ্ঞরা। এরপর ৮২ সালে স্পেনে অনুষ্ঠিত বিশ্বকাপেও তিনি ছিলেন আর্জেন্টিনা দলের সদস্য। নীল-সাদা জার্সি গায়ে গালভান মোট ৩৪টি ম্যাচ খেলেছেন। এরপর ১৯৮৩ সালে ফুটবল থেকে অবসর নিয়েছিলেন গালভান।

জাতীয় দলের পাশাপাশি, ক্লাব ফুটবলেও দীর্ঘ ১৭ বছর খেলেছেন। তাঁর ক্লাবের নাম ছিল তাজেরেস দ্য কোর্দোবার। দুই দফায় তিনি খেলেছেন এই ক্লাবের হয়ে। প্রথমে ১৯৭০ সাল থেকে ১৯৮২ এবং পরবর্তীতে ১৯৮৬-১৯৮৭ দুই দফায় ক্লাবের হয়ে ৫০৩টি ম্যাচ খেলে রেকর্ড গড়েছিলেন।

Related Articles