হাড্ডাহাড্ডি লড়াই শেষে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
Argentina is the Copa America champion after a hard-fought battle

The Truth Of Bengal: কোপা আমেরিকা আর্জেন্টিনার। আবার কোপা আমেরিকা জিতল আর্জেন্টিনা। লাউতারোর একমাত্র গোলে জয় পেল আর্জেন্টিনা। টানা দু’বার কোপা জিতে সবচেয়ে বেশি বার কোপা জেতার নজির তৈরি করল তারা। কোপা ফাইনালে অতিরিক্ত সময়ে ১১২ মিনিটে গোল করে আর্জেন্টিনা। আর্জেন্টিনাকে এগিয়ে দিলেন লাউতারো মার্তিনেস। এই একমাত্র গোল চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। লো সেলসো মাঝমাঠ থেকে পাস দিয়েছিলেন লাউতারোকে। তিনি বক্সে ঢুকে ডান পায়ের নিখুঁত শটে বল জালে জড়ান। এর আগে অনেক সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হয় আর্জেন্টিনা। গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি কলম্বিয়াও। নির্ধারিত সময় শেষ হয় গোলশূন্য ভাবে। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের প্রথমার্ধ গোলশূন্য ভাবে শেষ হয়। এরপর মরণ কামড় দিয়ে আক্রমণ শুরু করে অতিরিক্ত। অবশেষে ১১২ মিনিয়ে গোল করে এগিয়ে যায়। জয়ের হাসি হাসে আর্জেন্টিনা।
আক্রমণ এবং প্রতি আক্রমণ চলে গোটা খেলায়। দুই দল হাড্ডাহাড্ডি খেলতে থাকায় প্রথমার্ধে গোল হয়নি। তবে আর্জেন্টিনার থেকে কলম্বিয়া সুযোগ তৈরি করে বেশি। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেননি কলম্বিয়ার ফুটবলাররা। ৯১ মিনিটে আর্জেন্টিনার ডি মারিয়া সহজ সুযোগ পেয়েছিলে। তবে তিনি তা কাজে লাগাতে পারেননি। বিপক্ষ গোলকিপারের ভুলে সুযোগ পেয়েছিলেন তিনি। তার আগে ৮৭ মিনিটে গঞ্জালেসের হেড অল্পের জন্য বাইরে বেরিয়ে যায়। আর একটু হলেই গোল পেয়ে যেত আর্জেন্টিনা।
খেলার ৬৯ মিনিটে চোট পেয়ে উঠে যেতে বাধ্য হন মেসি। তাঁকে ছাড়াই বাকি সময় খেলতে হয় আর্জেন্টিনাকে। মাঠ থেকে উঠে গিয়ে অঝোরে কাঁদতে থাকেন মেসি। রিজার্ভ বেঞ্চে বসে দুই হাতে চোখ ঢেকে হাউ হাউ করে কেঁদে চলেন। জীবনের শেষ কোপা ফাইনাল ম্যাচে শেষ পর্যন্ত খেলতে চেয়েছিলেন মেসি। চোট পাওয়ায় তা আর হয়নি। উঠে গিয়ে শিশুদের মতো কাঁদতে থাকেন।