
Truth Of Bengal: রবিবার রাজীব গান্ধি স্টেডিয়ামে আইপিএল-র দ্বিতীয় ম্যাচে হায়দরাবাদের মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস। ম্যাচে বল হাতে মরু শহরের দলের হয়ে অনন্য এক নজির গড়লেন ইংল্যান্ডের ক্রিকেটার জোর্ফে আর্চার। যা আইপিএল-র ইতিহাসে আগে কোনও বোলার করেননি।
🚨 HISTORY IN HYDERABAD. 🚨
– Jofra Archer bowled the most expensive spell in IPL history – 0/76. 🤯 pic.twitter.com/ftXDFYuLpZ
— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 23, 2025
মাত্র চার ওভার হাত ঘোরালেন তিনি। আর তাতেই আর্চার দিলেন মূল্যবান ৭৬ রান। এর আগে আইপিএল-এ এইরকম রান আর কোনও বোলার দেননি। তবে শুধু আর্চারই নন, সমসংখ্যক ওভার বল করে ৫২ রান দিলেন শ্রীলঙ্কার বোলার মহেশ থাকসেনা ও সন্দীপ শর্মাও। সব মিলিয়ে রাজস্থানের এই তিন বোলার আজ একেবারেই ধরাশায়ী হয়ে গেলেন হায়দরবাদ ব্যাটারদের সামনে। বিশেষ করে ট্রাভিস হেড ও ইষাণ কিষাণ। যেভাবে তাঁদের নিয়ে ছেলেখেলা করলেন তা আর বলার অপেক্ষা রাখে না।