রিহ্যাব শুরু আনোয়ারের, বল পায়ে অনুশীলন করলেন ক্রেসপো
Anwar begins rehab, Crespo practices with the ball

Truth Of Bengal: ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য সু-খবর। প্রায় ৩ সপ্তাহ মাঠের বাইরে থাকার পর মঙ্গলবার থেকেই দলের সঙ্গে যোগ দিয়ে রিহ্যাব শুরু করলেন ডিফেন্ডার আনোয়ার আলি। তবে তাঁর মাঠে ফিরতে এখনও বেশ কিছুটা সময় লাগবে। এদিকে আনোয়ারের পাশাপাশি বল পায়ে অনুশীলন করলেন মিডফিল্ডার সউল ক্রেসপো-ও।
ইস্টবেঙ্গল আইএসএল-এ আগামী ৮ তারিখ ঘরের মাঠে খেলতে নামবে চেন্নাইয়িনের বিপক্ষে। সেই ম্যাচে কোচ অস্কার সউলকে মাঠে নামানোর ঝুঁকি নেবেন কি না, তা সময় বলবে। এদিকে দলের বাকি সদস্যরা মঙ্গলার চেন্নাই ম্যাচের অনুশীলন সারলেন। তবে মঙ্গলবারও অনুশীলন করলেন না অধিনায়ক ক্লেটন সিলভা।
উল্লেখ্য, চলতি আইএসএল- ইস্টবেঙ্গলের সুপার সিক্সে ওঠা কার্যত অসম্ভব। তবুও কোচ অস্কারের মূল লক্ষ্যই হচ্ছে দলকে পয়েন্ট টেবিলের যতটা ওপরে তোলা যায়। কেননা আইএসএল-র পরই লাল-হলুদকে এএফসির ম্যাচ খেলতে হবে। সে ক্ষেত্রে লাল-হলুদ কোচের বড় লক্ষ্যই হচ্ছে আইএসএল-র বাকি ম্যাচগুলিতে যতটা সম্ভব আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়া।
এদিকে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভলপমেন্টে লিগের জোনাল গ্রুপের ম্যাচে বড় জয় পেল লাল-হলুদ। হাড্ডাহাড্ডি ম্যাচে ৪-২ গোলের ব্যবধানে তারা হারাল ডায়মন্ডহারবার এফসিকে।