খেলা

ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে মাঠে পৌঁছে গিয়েছেন অনুষ্কা

Anuska Sharma

The Truth of Bengal: বিরাট খেলবেন ঘর বিরাট ঘরনী থাকবেননা তার হয় নাকি !   শনিবার বিশ্বকাপে বহু প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচে তাই অনুষ্কা  পৌঁছে ও গিয়েছেন ।‌ দুপুর দু’টোয় আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দুই যুযুধান প্রতিপক্ষ মুখোমুখি হয়েছে।  তার আগেই শনিবার সাতসকালে আমদাবাদে পৌঁছে গেলেন অভিনেত্রী অনুষ্কা শর্মা। তাছাড়া  অনুষ্কা বিরাটের ম্যআচ দেখতে বেশ‌ভালোবাসে । তাছাড়া ও ক্রিকেট খেলাটাই তার অন্যতম ভালোবাসার জায়গায় রয়েছে । বিশ্বকাপে সকাল সকাল ই পৌঁছে গিয়েছেন অনুস্কা । তবে এবারের  যে  ম্যাচ সেখানে এখনো দেখা যায়নি অনুষ্কাকে ।

তবে হাইভোল্টেজ ম্যাচে তিনি রয়েছেন । শুধু অনুষ্কা নয় সঙ্গে তারকা খচিত হচ্ছে এই ম্যিচ । গোল্ডেন টিকিট প্রাপকেরাও রয়েছেন ।তবে পাকিস্তান ম্যাচ তিনি বাদ দিলেন না। হাজারও কাজের ব্যস্ততার মাঝেই ঠিক সময় বের করে নিজের দেশ এবং স্বামী বিরাট কোহলিকে সমর্থন জানাতে ঠিক পৌঁছে গিয়েছেন অভিনেত্রী।তবে শুধু অনুষ্কাই নন, ওই একই বিমানে শনিবার আমদাবাদ এসেছেন প্রাক্তন ক্রিকেটার শচীন তেন্ডুলকর এবং বর্তমান ক্রিকেটার ও ধারাভাষ্যকার দীনেশ কার্তিক।

ফ্লাইটের ভিতরে তোলা তিনজনের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন দীনেশ। সেখানে অভিনেত্রীকে দেখা যাচ্ছে কালো রঙের পোশাকে। শচীন পরেছিলেন নীল রঙের একটি ফুলস্লিভ শার্ট। আর দীনেশের পরনে ছিল হাল্কা অফ হোয়াইট রঙের হুডি। সঙ্গে এক গাল হাসি ।  ক্যাপশনে লেখা হয়েছে , ‘৩৫ হাজার ফুট উপরে রয়্যালটি! টিম ইন্ডিয়াকে আজকের জন্য শুভেচ্ছা।

Free Access

Related Articles