নর্থ-ইস্ট ম্যাচ থেকেই ঘুড়ে দাঁড়াবে লাল-হলুদ ব্রিগেড,আশা আলভিটোর
Alvito hopes the red-yellow brigade will make a comeback from the North-East match

Truth of Bengal: আগামী ২৯ তারিখ আইএসএল-র গুরুত্বপূর্ণ ম্যাচে ইস্টবেঙ্গল মুখোমুখি হবে নর্থ-ইস্টের। চলতি বছর যথেষ্ট ভাল দল গড়েছে লাল-হলুদ ব্রিগেড। কিন্তু সাত ম্যাচে জয় অধরাই রয়ে গিয়েছে ইস্টবেঙ্গলের। তবুও নর্থ-ইস্টের বিপক্ষে হিজাজি-আনোয়ার-দিয়ামান্তকসরা জয়ের সরণীতে ফিরবেন বলেই আশাবাদী প্রাক্তন লাল-হলুদের প্রাক্তন অধিনায়ক।
এই প্রসঙ্গে আলভিটো জানান দেখুন, ইস্টবেঙ্গল যথেষ্ট বড় দল। কোন কোন খেলোয়াড় কোন ম্যাচে খেলবেন, আর কারা সাসপেন্ড আছে এটা কোনও ফ্যাক্টর নয়। লাল-হলুদ জার্সি পরে ১১ জন খেলোয়াড় মাঠে নামবেন এটাই বড় কথা। এবং সেই ম্যাচে ইস্টবেঙ্গল ফুটবলাররা যদি মহমেডান ম্যাচের মতো পারফরম্যান্স করতে পারেন, তাহলে আমার মনে হয় ইস্টবেঙ্গলের জয় পেতে কোনও অসুবিধা হবে না।
কারণ হিসেবে আলভিটো জানান, নর্থ-ইস্ট চলতি আইএস-এল-এ যথেষ্ট ভাল ফুটবল খেলছে। তবে এই নয় যে, পার্থিব গোগই, জিথিন এমসদের হারানো সম্ভব নয়। ওঁরাও বেশ কয়েকটা ম্যাচে হেরেছে। সুতরাং আবারও বলছি, নিজেদের সেরাটা দিতে পারলে জয় আসতে বাধ্য। ম্যাচের দু দিন আগে আলভিটো দিয়ামান্তাকসদের উদ্দেশে বলেন, চলতি আইএসএল-এ অবগমন নেই। সুতরাং জিকসন-সৌভিকরা যাতে কোনও টেনসন নিয়ে মাঠে না নামেন। তাহলেই নিজেদের সেরা ফুটবলটা খেলতে পারবেন। ইস্টবেঙ্গল দলের জার্সি গায়ে যাঁরাই মাঠে নামেন তাঁরা প্রত্যেকেই বড় প্লেয়ার। তাঁরা জানেন কখন কোন ম্যাচে জ্বলে উঠতে হয়।
পাশাপাশি লাল-হলুদের এই প্রাক্তনী আরও বলেন, এখন ইস্টবেঙ্গলের উচিত ম্যাচ বাই ম্যাচ ধরে এগোনও। আন্তর্জাতিক বিরতির ফলে খেলোয়াড়রা অনেকদিন বিশ্রামে ছিলেন। অনুশীলনেরও যথেষ্ট সময় পাওয়া গিয়েছে। আশাকরি কোচ তাঁর দলের খামতিগুলো অনেকটাই মিটিয়ে ফেলেছেন। নর্থ-ইস্ট ম্যাচ থেকে জয়ের সরণীতে ফিরলে এই ইস্টবেঙ্গলই অনেকটা পাল্টে যাবে। দলের প্রাক্তনী হিসেবে আমারও আশা দল ঘুড়ে দাঁড়িয়ে সুপার সিক্সে খেলার যোগ্যতা অর্জন করতে পারবে বলেই জানান লাল-হলুদের প্রাক্তন এই মিডফিল্ডারটি।