ফুটবলের পাশাপাশি এখন ব্যবসায়ীও হয়ে উঠছেন মেসি
Along with football, Messi is also becoming a businessman

Truth Of Bengal: আর্জেন্টিনার ফুটবলার হলেও, তাঁর ফুটবল কেরিয়ারের শুরু থেকে প্রায় দীর্ঘ বছর স্পেনের অন্যতম ক্লাব বার্সেলোনাতেই কাটিয়েছিলেন লিওনেল মেসি। এবার সেই স্পেনেই রিয়েল এস্টেট ব্যবসায় নিজেকে নিয়োজিত করতে চলেছেন আর্জেন্টাইন অধিনায়ক।
সংবাদ সংস্থা সূত্রে খবর, ইতিমধ্যেই মেসির মালিকানাধীন একটি রিয়েল এস্টেট কোম্পানি বাজারে আত্মপ্রকাশ করেছে। এমনকি তাদের শেয়ারও বাজারে এসেছে। প্রতিটি শেয়ারের মূল্য ৫৭.৪ ইউরো। মেসির এই কোম্পানির নাম এদিফিসিও রোসাটাওয়ার সোচিমি।
এই প্রসঙ্গে বিশ্বের অন্যতম শীর্ষ স্টক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলার নিজেই তাঁর কোম্পানির বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান পদে আসীন রয়েছেন। এর একমাত্র শেয়ার হোল্ডার মেসির পরিবারের পছন্দের লিমেকু এম্পানা ২০১০ নামক গাড়িটি।
উল্লেখ্য, এদিফিসিও রোসটাওয়ার সোচিমি স্পেন ও অ্যান্ডোরায় আর্জেন্টিনার অধিনায়কের সাতটি হোটেল আছে। এছাড়া স্পেনে আছে ৩টি অফিস স্পেস এবং ৫টি ফ্ল্যাট। শুধু তাই নয়, লন্ডন ও প্যারিসেও মেসির আবাসিক সম্পত্তি রয়েছে।
এই বিষয়ে পোর্টফোলিও স্টক এক্সেচেঞ্জের প্রধান সান্তিয়াগো নাভারো জানান, ‘আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির কোম্পানি এবার থেকে নতুন বিনিয়োগকারীকে যুক্ত করার পরিকল্পনা করেছে। যারা স্পেনের কাতালুনিয়া অঞ্চলে বিনিয়োগ করবে।’ প্রসঙ্গত বার্সেলোনার রাজধানী এই শহরেই মেসি বসবাস করেছেন দীর্ঘ দুই দশকেরও বেশি সময়। তবে মেসি তাঁর খেলা নিয়ে ব্যস্ত থাকার কারণে কোম্পানির যাবতীয় কাজ দেখাশোনা করেন মেসির সহধর্মীনী আন্তোনেলা রোকুজ্জো।