খেলা

মহিলা সাংবাদিককে হেনস্থার অভিযোগ, বিরাটের বিরুদ্ধে সরব অজি মিডিয়া

Alleged harassment of female journalist, Sarab Aji Media against Virat

Truth Of Bengal: মেলবোর্ন টেস্ট শুরু হতে এখনও তিন দিন। তার আগে থেকেই মেলবোর্নে ভারতীয় ক্রিকেটারদের নিশানা বানিয়ে নিয়েছে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম। সেই তালিকায় প্রথমে ছিলেন রবীন্দ্র জাদেজা। তারপর একে একে সেই তালিকায় নাম লেখান আকাশদীপ-ও। এবার অজি সংবাদমাধ্যম নিশানা বানাল বিরাট কোহলিকে।

বিরাটকে নিয়ে ঘটনার সূত্রপাত হয়েছিল, বিমানবন্দরেই। যখন তাঁর সন্তানদের ছবি তোলা নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছিলেন কিং কোহলি। এবং তিনি তাঁকে ওই ছবি মুছে দেওয়ারও অনুরোধ করেছিলেন। তারপরই বিরাটকে নিয়ে শুরু অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে সমালোচনা। তাঁদের মধ্যে বেশ কয়েকজন সাংবাদিক বিরাটকে এই ঘটনার জন্য তুলোধনাও করেছিলেন। তাঁদের দাবি, বিমানবন্দরে কোনও বিশেষ ব্যক্তির ছবি তুলতে কোনও নিষেধাজ্ঞা নেই। এমনকি প্রধানমন্ত্রীর ক্ষেত্রেও নয়। বিরাট যে ব্যবহার ওই মহিলা সাংবাদিক এবং তাঁর চিত্রসাংবাদিকের সঙ্গে করেছেন, সেটা একেবারেই অনুচিত।

এই বিষয়ে অস্ট্রেলিয়ার কোনও কোনও সংবাদমাধ্যমের পক্ষ থেকে দাবি করা হয়, বিরাট ওই মহিলা সাংবাদিক ও তাঁর সঙ্গে থাকা চিত্রসাংবাদিকের উদ্দেশ্য রূঢ় ব্যবহার করেছেন। যা একেবারেই অনুচিত।

প্রসঙ্গত, এই ঘটনায় বিরাটের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম সরব হলেও, সেই মহিলা এবং তাঁর সঙ্গে থাকা চিত্রসাংবাদিকের পক্ষ থেকেও কোনও অভিযোগ করা হয়নি। এমনকি ওই ঘটনার কোনও ছবি বা ভিডিও বাইরে প্রকাশ না পাওয়ায় মুখে কুলুপ এঁটেছিলেন স্বয়ং বিরাটও।

প্রসঙ্গত, অস্ট্রেলিয়া সংবাদমাধ্যম বিরাটের পাশাপাশি তোপ দাগে রবীন্দ্র জাদেজা ও আকাশদীপকে নিয়েও। জাড্ডুকে নিয়ে তাঁরা অভিযোগ করেছিলেন, জাদেজা ইংরাজিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তর না দিয়ে হিন্দিতে উত্তর দিচ্ছিলেন। এরপরই অবশ্য মুখ খোলে ভারতীয় টিম মেনেজমেন্ট। তাদের পক্ষ থেকে দাবি করা হয়, ওই সাংবাদিক সম্মেলন করা হয়েছিল শুধুমাত্র ভারতীয় সাংবাদিকদের জন্যই। সে কারণেই জাড্ডু হিন্দিতে তাঁদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন।

জাড্ডুর পর অস্ট্রেলিয়া সংবাদমাধ্যম নিশানা বানায় আকাশদীপকে। অজি সংবাদমাধ্যমের অভিযোগ, আকাশদীপও জাড্ডুর মত ইংরেজিতে কথা বলতে পারেন না। তাই তাঁদের প্রশ্নের উত্তর দিতে চাইছেন না। এরপরই ভারতীয় দলের পক্ষ থেকে বলা হয়, মোটেই আকাশদীপ অস্ট্রেলিয়ার সাংবাদিকদের করা প্রশ্ন এড়িয়ে যাননি। আসলে এটা মেলবোর্ন টেস্টের আগে মাঠের বাইরের লড়াইয়ের উত্তাপ বাড়িয়ে দেওয়া ছাড়া আর কিছুই নয়।

Related Articles