
Truth Of Bengal : ২০২৪-২৫ আইএসএল-এর আসরে ভাল দল গড়েও ব্যর্থ হতে হয়েছে ইস্টবেঙ্গলকে। বিশেষ করে রক্ষণভাগ দুর্বলের জন্যই জেতা ম্যাচেও পয়েন্ট হাতছাড়া হয়েছে লাল-হলুদের। পাশাপাশি ইস্টবেঙ্গলকে ভুগতে হয়েছে প্রধান প্রধান খেলোয়াড়দের চোট-আঘাতের জন্যও। তাই আগামী বছর যাতে এইরকম কোনও ঘটনার সম্মুখীন হতে না হয়, সেই কারণে এখন থেকেই পরিকল্পনামাফিক নিজেদের দল সাজাতে মাঠে নেমে পড়েছেন ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট।
সূত্রের খবর, রক্ষণভাগের দুর্বলতা কাটাতে ইস্টবেঙ্গল কর্তারা ইতিমধ্যেই নাকি যোগাযোগ করেছেন হায়দরাবাদের স্টপার অ্যালেক্স সাজির সঙ্গে। টিম ম্যানেজমেন্টের সঙ্গে সাজির কথাবার্তাও অনেকটা এগিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। যদি সাজিকে ইস্টবেঙ্গল পাকা করে ফেলে তাহলে লালচুংনুঙ্গাকে ছেড়ে দেওয়া হবে। কেননা চলতি মরশুমে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচে নুঙ্গার কার্ড দেখায় সমস্যার মুখে পড়েছিল অস্কারের দল। তাই নুঙ্গার ওপর খুব একটা আস্থা নেই অস্কারের। সে কারণে তাঁকে ছাড়তে দ্বিধা করবে না টিম ম্যানেজমেন্ট।
বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, দল নির্বাচনের ব্যাপারটি এবার পুরোপুরি দেখছেন কোচ নিজেই। সুতরাং কোন খেলোয়াড়কে রাখা হবে, এবং কাকে ছেড়ে দেওয়া পুরো ব্যাপারটাই নির্ভর করছে অস্কারের ওপর।