খেলা
Trending

রঞ্জিতে ভারতীয় দলে জায়গা করে বাড়ি ফিরলেন আকাশ দীপ

Akash Deep returned home after making it to the Indian team in Ranji

The Truth Of Bengal: বাংলার হয়ে রঞ্জি খেলে ভারতীয় দলে জায়গা করে নিয়েছেন আকাশ দীপ। সম্প্রতি রাঁচিতে অভিষিক্ত হওয়া আকাশের পরের টেস্ট ম্যাচ শুরু ৭ই মার্চ। এর মাঝে বেশ কিছুদিন ছুটি থাকায় নিজের গ্রামের বাড়ি ফিরলেন আকাশ দীপ। সেখানে তাকে ফুলের মালা পরিয়ে আহ্বান জানিয়েছেন এলাকাবাসীরা।

রঞ্জি খেলে ভারতীয় দলে জায়গা করে নিলেও আকাশের জন্ম বিহারের রোহতাস জেলার সাসারাম গ্রামে।মঙ্গলবার বাড়ি ফিরেছেন আকাশ। আকাশের পড়শিদের মধ্যে দেখা যায় খুশির জোয়ার। কেউ তার সাথে ছবি তুলতে ব্যস্ত আবার কেউ আহ্বান জানাতে ব্যস্ত তাকে।

ভারতের হয়ে খেলার পর এই প্রথমবার আকাশ নিজের গ্রামের বাড়ি ফিরে তার প্রপিতামহ এবং স্বাধীনতা সংগ্রামী নিশান সিংহের মূর্তিতে মাল্যদান করেন আকাশ। তিনি বলেন, ” দারুন লাগছে ভারতের হয়ে খেলতে পেরে”। যেহেতু তাদের গ্রামে খেলোয়াড়কে ঘিরে মঙ্গলবার সকাল থেকেই সাসারামে এক অন্যরকম পরিবেশ। এদিন ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ সম্পর্কে আকাশকে জিজ্ঞেস করা হলে তিনি কোন প্রতিক্রিয়া দেননি।

FREE ACCESS

Related Articles