খেলা

শুভমানের পারফরম্যান্স দেখার জন্য আমেদাবাদে সারা তেন্ডুলকর

Sara Tendulkar and Shubman Gill

The Truth of Bengal: সচিন তেন্ডুলকরের কন্যা সারা তেন্ডুলকর ভারত বনাম অস্ট্রেলিয়ার ম্যাচ উপভোগ করতে আমেদাবাদে পৌঁছেছেন। সারা শুভমান গিলের পারফরম্যান্স দেখার জন্য অধীর আগ্রহে রয়েছেন।এর আগেও ভারতের একাধিক ম্যাচে মাঠে দেখা গিয়েছিল সারাকে।

রবিবারও রোহিত শর্মা, শুভমান গিলদের জন্য গলা ফাটাতে দেখা যেতে পারে সারাকে।সারা এবং শুভমানের প্রেমের গুঞ্জন নতুন নয়। বহু দিন ধরেই এই গুঞ্জন রয়েছে। তবে তারা দুজনেই এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

বিশ্বকাপের ফাইনাল হবে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। সেখানেও উপস্থিত থাকবেন সারা। তিনি চান ভারত বিশ্বকাপ জিতুক। সারার উপস্থিতি ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে আরও জমজমাট করে তুলবে।

Related Articles