
Truth Of Bengal: গত ১৮ মে আইপিএল-র ম্যাচে রাজস্থান রয়্যালস মুখোমুখি হয়েছিল পঞ্জাব কিংসের। সেই ম্যাচের শেষে রাজস্থান রয়্যালসের ব্যাটার বৈভব সূর্যবংশীর সঙ্গে দেখা করতে যান পঞ্জাব কিংসের মালকিন বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টা। মাঠে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ বৈভবের সঙ্গে কথাও বলেন প্রীতি।
পঞ্জাব মালকিনকে কাছে পেয়ে প্রথমে করমর্দন করেন বৈভব। তারপর প্রথমবারের মতো প্রীতিকে এত কাছে দেখে অভিভূত হয়ে পড়েন বৈভব স্বয়ং-ও। পঞ্জাব মালকিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকারের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করে রাজস্থান রয়্যালস। এত অবধি সব ঠিকই ছিল।
তারপরই সোশ্যাল মিডিয়ায় বৈভবের সঙ্গে তাঁর ‘আলিঙ্গনের’ ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যা দেখে ক্ষোভে আগুন পঞ্জাব মালকিন স্বয়ং। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রীতি লেখেন, ‘বৈভবের সঙ্গে আমার আলিঙ্গনের যে ছবিটা সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ছবি। আমি অবাক হয়ে যাচ্ছি এমন ভুয়ো ছবি বেশকিছু সংবাদমাধ্যম সমানে ব্যবহার করে যাচ্ছিল। তবে এখন সেটা মুছে দেওয়া হয়েছে।’
This is a morphed image and fake news. Am so surprised now news channels are also using morphed images and featuring them as news items !
— Preity G Zinta (@realpreityzinta) May 20, 2025
উল্লেখ্য, ১৮ মে দিনটা প্রীতির দলের কাছে এক বিশেষ দিন হিসেবেই চিহ্নিত হয়ে থাকবে। কেননা দীর্ঘ ১১ বছরের অপেক্ষা ফুরিয়ে সেই ম্যাচে রাজস্থানকে হারিয়েই প্লে-অফে জায়গা পাকা করে নিয়েছিল শ্রেয়স আইয়ারের পঞ্জাব।