সচিনের ১০ নম্বর জার্সির পর এবার ধোনির ৭ নম্বর জার্সির অবসর,বোর্ডের বড় ঘোষণা…
After Sachin, The number seven jersey will be reserved this time.

The Truth Of Bengal: আট থেকে আশি প্রত্যেকের কাছেই বিস্ময় ধোনি ।২০২৪ এর আগে তাকে ভিন্ন ভিন্ন মেজাজে দেখা যাচ্ছে । আর তার মাঝেই বোর্ডের বড় ঘোষণা । তার সাত নাম্বার জার্সি এবার সংরক্ষণ করা হবে। সচিনের পর তার জার্সিওকেও সংরক্ষণ করা হবে । ফলত নতুন খেলোয়াড়রা আর তার জার্সি পরতে পারবেননা । নতুন নতুন খেলোয়াড় দেরকে সেকারণে বোর্ডের তরফ থেকে নিষেধ করে দেওয়াও হয়েছে । ধোনিকে সম্মান জানাতেই এই উদ্যোগ বোর্ডের ।
ধোনির সাত নাম্বার জার্সিকে এবার বিশেষ সম্মান প্রদান করা হচ্ছে বোর্ডের তরফ থেকে। সে কারণে ধোনীর এই জার্সি আর কোনো খেলোয়ার পরতে পারবে না বলে জানা গেছে। সচিন তেন্ডুলকারের ১০ নম্বর জার্সির পর ধোনির ৭ নম্বর জার্সির এবার অবসর হল। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে তরুণ যে সমস্ত খেলোয়াড় রয়েছেন তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে ধোনির এই সাত নাম্বার জার্সি তারা আর কেউ পরতে পারবে না। নতুন ক্রিকেটার রাও ১০ ও সাত নাম্বার জার্সি বাদ দিয়ে ই জার্সি নির্বাচন করবেন। ধোনি আগেই অবসর নিয়েছিলেন এবার তার জার্সিরও অবসর হলো ।
২০১৯ সাল পর্যন্ত তিনি খেলেছেন আন্তর্জাতিক মঞ্চে। যদিও এখন ধোনী খেলছেন সিএসকের হয়ে। আন্তর্জাতিক মঞ্চ থেকে অবসর নিলেও ধোনী সিএসকের হয়ে এখনো খেলা চালিয়ে যাচ্ছেন। এ খেলা তিনি চালিয়ে যাবেন। সচীনের দশ নম্বর জার্সিটি এর আগে শার্দুল পড়েছিলেন যদিও তাকে পড়তে মানা করা হয়েছিল কারণ বেশ আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছিল। অবশেষে বিশ্রাম দেওয়া হয় সচীনের ওই ১০ নাম্বার জার্সির । শার্দুলের মত এবার যাতে কেউ ধোনির জার্সি না পড়ে সেদিকে নজর রেখেছে প্রথম থেকেই সে কারণেই দলের তরুণ খেলোয়াড়দেরকে মানা করে দেওয়া হয়েছে এ জার্সি যেন কেউ না পরে । উনি যদিও এসব থেকে এই মুহূর্তে রয়েছেন দূরে। রয়েছেন প্রকৃতির কোলে । কখনো ঘোড়ার দলকে নিজের হাতে খাওয়াচ্ছেন তো কখনো প্রকৃতির কোলে মিশে থাকছেন। আবার কখনো তিনি বন্ধুর জন্মদিনে সেলিব্রেশনে মেতে থাকছেন । আইপিএলে ফের নামবেন চেন্নাইয়ের হয়ে । তবে আপাতত রয়েছেন ভিন্ন মেজাজে। ধনী ভিন্ন মেজাজ এ থাকার মধ্যেই বোর্ডের তরফ থেকে এই বিশেষ ঘোষণা করা হয়েছে তার জার্সি নিয়ে।
Free Access