বেঙ্গালুরুকে হারিয়ে এখন লিগ-শিল্ড জয়েই নজর মোলিনার
After defeating Bengaluru, Molina now focuses on winning the League-Shield

Truth Of Bengal : সোমবার আইএসএল-এর গুরুত্বপূর্ণ ম্যাচে মোহনবাগানের প্রতিপক্ষ ছিল বেঙ্গালুরু। অর্থ্যাৎ পয়েন্ট টেবিলে এক নম্বর ও তিন নম্বর দলের লড়াই। চলতি আইএসএল-এ বেঙ্গালুরু অন্যতম কঠিন একটা প্রতিপক্ষ। সেই ম্যাচে জয় পাওয়াটাই যে অতি সহজ হবে না তা জানতেন বাগান কোচ হোসে মোলিনা। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এসে সে কথা জানাতেও ভুললেন না তিনি।
মোলিনা জানান, ‘বেঙ্গালুরু কঠিন প্রতিপক্ষ। তাই আমাদের মূল উদ্দেশ্যই ছিল ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলার। কিন্তু ম্যাচের শুরু থেকেই সুনীলের দল ম্যাচের অনেকটা সময় জুড়েই নিজেদের নিয়ন্ত্রণে বলের দখল রেখেছিল। আমরা অনেকটা পড়ে খেলায় ফিরেছি। এবং তার মাঝেই বেঙ্গালুর প্রায় বেশ কয়েকবার গোল করার জন্য সুযোগও তৈরি করেছিল। তবে আমার দলও পিছিয়ে ছিল না। ওদের পাশাপাশি আমরাও গোলের সুযোগ তৈরি করেছিলাম। কিন্তু সেগুলি কাজে লাগাতে পারিনি।’
এই ম্যাচ জিতে মোহনবাগান ইতিমধ্যেই ১৮টি ম্যাচের মধ্যে ১২টি ম্যাচে জয় তুলে নিল। তাদের ঝুলিতে রয়েছে মোট ৪০ পয়েন্ট। তাঁর দল লিগ-শিল্ড জয়ের আরও কাছে পৌঁছে গেল। এই ব্যাপারে জানাতে গিয়ে বাগান কোচ জানান, ‘লিগ শিল্ড জয়ের অনেক কাছে পৌঁছে গেলেও, আমাদের এখনও অনেক কাজ বাকি আছে। আপাতত সেই দিকেই নজর দিতে হবে। কেননা মাথায় রাখতে হবে কাজটা কিন্তু সহজ নয়। যথেষ্ট কঠিন একটা কাজ।’
নিজেদের ঘরের মাঠে ম্যাচ খেলার সুবিধা প্রসঙ্গে বাগান কোচ জানান, ‘আসলে ঘরের মাঠে খেললে আমরা সমর্থক ভর্তি স্টেডিয়ামে খেলা মানেই আমরা খোলা মনে খেলতে পারি। কেননা ওঁরা গ্যালারিতে থাকা মানেই আমাদের কাছে একজন অতিরিক্ত খেলোয়াড় পাওয়া। সমর্থকরাই তো আমাদের ভাল খেলার প্রেরণা।’