
Truth Of Bengal : আইসিসির কনিষ্ঠতম চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জয় শাহ। এরপরে আইসিসি চেয়ারম্যান পদে কি বসবেন তা নিয়ে জল্পনা চলেছে দীর্ঘ। জল্পনা চলছে এখনো এ পদের জন্য বেশ কয়েকটি নাম উঠে আসছে। না মুখে আসছে বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজিব শুক্লার , নাম উঠে আসছে আইপিএলের প্রধান অরুণ ধূমাল , এমনকি অরুণ জেটলি পুত্র রোহন জেটলি এই পদে বসতে পারেন।
শেষ পর্যন্ত দেখার জয় সাহেব পদে কাকে দেখা যায়। তিনি এখন আইসিসির নবনির্বাচিত চেয়ারম্যান। এর আগে আইসিসির এই পদে ছিলেন গ্রেগ বার্কলে। তিনি তৃতীয়বারের জন্য চেয়ারম্যান হতে রাজি নন । আইসিসি নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তি দু’বছর করে সর্বোচ্চ তিনবার ক্ষমতায় থাকতে পারেন। বার্কলে ২০২০ সালে ক্ষমতায় এসেছিলেন ২০২২ সালে পুনঃনির্বাচিত হন। আরো দু’বছর তিনি সহজেই থাকতে পারতেন পদে।
তবে তিনি পদে থাকতে রাজি নন। তার কারণ হিসেবে অবশ্য জানা গিয়েছে গত এক বছরে আইসিসিকে নানান রকম বিতর্কের সম্মুখীন হতে হয়েছিল। এইসব নানান রকম কারণে বার্কলে আর পদে থাকতে চাইছেন না। তারা ছ বছর জয় শা এই পদে থাকতে পারেন। আর এই দীর্ঘ সময়ে অন্য কাউকে দেখা যাবে বিসিসিআই এর পদে।