চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতা কাটাতে পিছল বৈঠক
A meeting to resolve the Champions Trophy complications

Truth Of Bengal: আগামী বছর পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হওয়ার কথা। সেই টুর্নামেন্টে ভারত পাকিস্তানে যাবে না বলে আগেই স্পষ্ট করে দিয়েছিল। এবং বিসিসিআই-র পক্ষ থেকে হাইব্রিড মডেল অনুসরণের কথা বলা হয়। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড স্পষ্ট জানিয়ে দিয়েছিল ভারতের এই প্রস্তাব তারা মানবে না। এরপরই জলঘোলা হতে থাকে। এবং দুই দেশের এই সমস্যা মেটাতে বৃহস্পতিবার বৈঠকে বসার কথা ছিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার। কিন্তু বৃহস্পতিবার সেই বৈঠক অনুষ্ঠিত হয়নি। সূত্রের খবর, আগামী ৭ ডিসেম্বর সেই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে বলেই জানা গিয়েছে।
প্রসঙ্গত, ভারতের দেওয়া হাইব্রিড মডেল পাকিস্তান ক্রিকেট বোর্ড মানতে রাজি হলেও, তাদের তরফ থেকে দেওয়া হয়েছে শর্তও। সেই শর্তে পাক ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে, আগামী ২০৩১ সাল পর্যন্ত ভারতে যত আইসিসি টুর্নামেন্ট হবে, সেগুলিতেও হাইব্রিড মডেল অনুসরণ করতে হবে।
উল্লেখ্য, ২০২৫ সালে মহিলাদের ৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপের আসর বসার কথা ভারতে। এবং তার পরের বছরই শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করার কথা রয়েছে ভারতের। এছাড়া ২০২৯ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০৩১ সালে একদিনের বিশ্বকাপও হওয়ার কথা রয়েছে ভারতে।
এদিকে কূটনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতের চাপের পাল্টা হিসেবেই পিসিবি নিজেদের মান বাঁচাতে ভারতে আয়োজিত এই টুর্নামেন্টগুলিতে অংশগ্রহণের ক্ষেত্রে শর্ত আরোপের পথে হাঁটতে চাইছে।