খেলা

কোচকে উপহার সমর্থকের

East Bengal

The Truth of Bengal:ভারতীয় ফুটবলে এর আগেও নিজের যোগ্যতা প্রমাণ করেছিলেন তিনি। সুনীল ছেত্রীর দল বেঙ্গালুরুকে ইন্ডিয়ান সুপার লিগ চ্যাম্পিয়ন করেছিলেন কার্লোস কুয়াদ্রত। কিন্তু তারপরেও তাকে ছেড়ে দিয়েছিল বেঙ্গালুরু এফসি। কিন্তু এবার দীর্ঘদিন পরে আবার বার্সেলোনার কোচকে ফিরিয়ে এনেছে ইস্টবেঙ্গল। তাকে আবার যোগ্যতা প্রমাণের মঞ্চ দিয়েছে লাল হলুদ। তার পর থেকে দল কে যেন‌ নতুন ভাবে গড়ে তোলার ভাবনা নিয়েছেন কোচ কুয়াদ্রাত । সমর্থকেরাও তার উপরে ভরসা রাখছেন । এক সমর্থক ভালোবেসে কোচ কুয়াদ্রাতের ছবি এঁকে তাকে উপহার দিয়েছে ।২১ তারিখ থেকে শুরু আইএসএল। ২৫ তারিখ ঘরের মাঠে জামশেদপুরের বিরুদ্ধে ম্যাচ দিয়ে লিগ অভিযান শুরু করবে ইস্টবেঙ্গল । লাল-হলুদকে ঘিরে এ বার প্রত্যাশা বেড়েছে। শেষ কয়েক বছর ধরে শুধু ব্যর্থতাই সঙ্গী থেকেছে।

চার বছর পর এবার ডার্বি জিতেছে ইস্টবেঙ্গল। ডুরান্ড কাপে রানার্স আপ হয়েছে লাল-হলুদ। দল এবারে আগের বছরের চেয়ে ভালো জায়গায় শেষ করবে,  কোচ কার্লেস কুয়াদ্রাতও স্বপ্ন দেখাচ্ছেন সমর্থকদের। আইএসএলে কখনও প্লে অফ খেলেনি ইস্টবেঙ্গল। এ বার সেটাই কার্যত প্রাথমিক টার্গেট হতে চলেছে। যদিও কোন পজিশনে দলকে শেষ করার লক্ষ্য, তা বলতে নারাজ কোচ কার্লেস কুয়াদ্রাত। বললেন, ‘টেবিলের পজিশন দিয়ে কিছু বিচার হয়না। তবে ভালো জায়গায় শেষ করতে চাই।’ তবে এসবের মাঝেই ইস্টবেঙ্গল কোচের চিন্তা বাড়িয়েছে জর্ডন এলসের চোট। বেশ কয়েকমাস মাঠের বাইরে থাকতে হবে অজি স্টপারকে। তা অবশ্যই ভাবনার বিষয়। এলসের বিকল্প খোঁজাও শুরু হয়ে গিয়েছে।

যদিও সেই ব্যাপারে সামনাসামনি সে ব্যাপারে মুখ খুললেন না কুয়াদ্রাত। কোচের ছবি নিজের হাতে একে এক সমর্থক সরাসরি কুয়াদ্রাত কেই উপহার দিয়েছেন । খুশি কোচ । সমর্থকেরাও যেন তাদের স্বপ্ন পূরণের কান্ডারি পেয়ে গেছেন ।ডুরান্ডে দল রানার্স হয়েছে লাল হলুদ । ট্রফির স্বপ্ন দেখাচ্ছেন কুয়াদ্রাত।  লাল-হলুদ কোচ বলেছেন , ‘আমরা একটা প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছি। দীর্ঘ সময় লাগতে পারে। সাফল্য চট করে আসেনা। সময় লাগে। সেটাই চলছে। দলে বেশ কয়েকজন ভালো ফুটবলার আছে। এটাই ইতিবাচক দিক। তার এ কথা মন্ত্রমুগ্ধের মতো কাজ করেছে কলকাতা থেকে কাকদ্বীপের সমর্থকদের মধ্যে ।

Related Articles