খেলা

চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাঠে নামার আগেই ভারতীয় শিবিরে চলছে গম্ভীর-আগরকর লড়াই!

A fierce battle is underway in the Indian camp before the Champions Trophy.

Truth Of Bengal: মাত্র চারদিন বাদেই চলতি বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বিরুদ্ধে অভিযান শুরু করবে ভারত। সেই ম্যাচের আগেই ভারতীয় ড্রেসিংরুমে চলছে গম্ভীর বনাম আগরকরের বাক-বিতণ্ডা। এই দুইজনের লড়াইয়ের নেপথ্যে কারণ হিসাবে উঠে আসছে ঋষভ পন্থকে ব্যবহার করা নিয়ে।

ভারতীয় ড্রেসিংরুমের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, চ্যাম্পিয়ন্স ট্রফির দল নির্বাচনের সময় পন্থকে এক নম্বর উইকেট রক্ষক হিসাবে চেয়েছিলেন দল নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর। এবং আগরকরের এই সিদ্ধান্তের সঙ্গে সহমত পোষণ করেছিলেন দলনেতা রোহিত শর্মা। কিন্তু পন্থ ঘরের মাঠে সদ্য শেষ হওয়া ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে একটি ম্যাচেও মাঠে নামেননি। তাঁর জায়গায় মাঠে নেমেছিলেন লোকেশ রাহুল। এরপরই গম্ভীর জানান, ‘একদিনের ক্রিকেটে ঋষভ পন্থ নন, লোকেশ রাহুলই উইকেটরক্ষক হিসাবে তাঁর প্রথম পছন্দ। তবে যেহেতু পন্থ দলের সঙ্গে রয়েছেন, সুতরাং তাঁকে একটি ম্যাচে সুযোগ দেওয়া হবে। আমরা যেহেতু দুজনকে একসঙ্গে খেলাতে পারব না। তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

সংবাদ সংস্থা সূত্রে খবর, শুধু পন্থই নন। গম্ভীরের সঙ্গে আগরকারের বাক-বিতণ্ডা হয়েছে ব্যাটার শ্রেয়স আইয়ারকে নিয়েও। কেননা ইংল্যান্ড সিরিজের প্রথম ম্যাচেই গম্ভীর যশস্বীকে সুযোগ দেওয়ার কারণে ব্যাটিং লাইন আপে পরিবর্তন আনেন। যশস্বীকে দলে নিয়ে ওপেনার শুভমন গিলকে তিনি পাঠিয়েছিলেন তিন নম্বরে. এমনকি প্রাক্তন কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ারকেও প্রথম একাদশে রাখতে চাননি গৌতি। কিন্তু ভাগ্য সহায় থাকলে আটকায় কে? শ্রেয়স আইয়ারের ক্ষেত্রেও ঘটেছে সেইরকম। বিরাট কোহলির জন্য দলে সুযোগ পেয়ে যান শ্রেয়স। কিন্তু গম্ভীরের ব্যাটিং লাইনআপে এই পরিবর্তন মন থেকে মেনে নিতে পারেননি আগরকর। এমনকি কেএল রাহুলের ব্যাটিং পজিশন নিয়েও ক্ষোভপ্রকাশ করেন তিনি।

সূত্রের খবর, কেএল রাহুলকে ছয় নম্বরে ব্যাটিং করতে দেখে যথেষ্ট ক্ষুব্ধ হয়েছেন আগরকর। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে গৌতির ব্যাটিং লাইনআপ নিয়ে এই পরীক্ষা-নীরীত্রা একেবারেই না পসন্দ আগরকারের। তিনি দল নিয়ে গম্ভীরের পরীক্ষা চালানোর একেবারেই পক্ষপাতী নন।

এদিকে আগরকারের এই যুক্তি একেবারেই মেনে নিতে চাননি গম্ভীরও। নিজের সিদ্ধান্তেই অটল থাকেন তিনি। এদিকে অনেক ক্রিকেট বিশেষজ্ঞই মনে করছেন বোর্ড কর্তারা অপেক্ষা করছেন চ্যাম্পিয়ন্স ট্রফির ফলাফলের দিকেই। খারাপ ফল হলে গম্ভীরকে হয়ত বোর্ড কর্তাদের সামনে জবাবদিহিও করতে হতে পারে।

Related Articles