খেলা

প্রয়াত ৭৮ বছর বয়সী কিংবদন্তি ফুটবলার ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, শোকবার্তা মেসির

78-year-old legendary footballer Franz Beckenbauer, Messi's condolences

The Truth Of Bengal : ডিয়েগো ম্যারাডোনা, পেলে, মারিও জাগালো…একে একে নিভছে ফুটবল–আকাশের আলো। এ ধারায় সর্বশেষ সংযোজন ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। গত রবিবার জার্মানিতে নিজের বাড়িতে মারা গেছেন ৭৮ বছর বয়সী কিংবদন্তি ফুটবলার। গত সোমবার বেকেনবাওয়ারের পরিবার তাঁর মৃত্যুর খবর প্রকাশ করার পর শোকে ভেঙে পড়ে গোটা ফুটবল–বিশ্ব। চারদিক থেকে আসতে শুরু করে শোকবার্তা।

সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসিও জানিয়েছেন শোক। আর্জেন্টিনাকে অধিনায়ক হিসেবে ২০২২ কাতার বিশ্বকাপ জেতানো মেসি শোক প্রকাশ করেছেন নিজের ইনস্টাগ্রামে। জার্মানির হয়ে খেলোয়াড় হিসেবে ১৯৭৪ ও কোচ হিসেবে ১৯৯০ বিশ্বকাপ জেতা বেকেনবাওয়ারের মৃত্যুর পর ইনস্টাগ্রামে তাঁর খেলোয়াড়ি জীবনের ছবি দিয়ে স্প্যানিশ ভাষায় লিখেছেন—‘কিউইপিডি’। যার বাংলা অর্থ—শান্তিতে ঘুমান।

অনেক বছর ধরেই অসুস্থায় ভুগছিলেন বেকেনবাওয়ার। এ কারণে তাঁকে দেখা যেত না ফুটবলের কোনো অনুষ্ঠানে। কয়েক বছর ধরে তিনি সংবাদমাধ্যমের সামনেও খুব একটা আসেননি। সেই ‘কাইজারের’ মৃত্যুর খবর পাওয়ার পর ইনস্টাগ্রামকেই শোক প্রকাশের জায়গা হিসেবে বেছে নিয়েছেন মেসি। বেকেনবাওয়ারের মৃত্যুতে মেসির সঙ্গে শোক জানিয়েছেন তাঁর আর্জেন্টিনা দলের সতীর্থ নিকোলাস তালিয়াফিকোও। মেসির মতো তিনিও বেকেনবাওয়ারের একটি পুরোনো ছবি ইনস্টাগ্রামে দিয়ে লিখছেন, ‘শান্তিতে ঘুমান, কাইজার।

 

FREE ACCESS

Related Articles