বিধানসভার অফিসে এ কেমন দৃশ্য ! কম্পিউটারে চলছে গেম ! দিলীপ ঘোষ যেতেই নড়েচড়ে বসলেন কর্মচারীরা
What kind of scene in the office of the Legislative Assembly! The game is running on the computer! As soon as Dilip Ghosh left, the employees were shaken

The Truth Of Bengal: যুগের পর যুগ ধরে ব্যঙ্গের সুরে অনেকে বলে আসেন, সরকারি কর্মচারীদের অফিসে কোনও কাজ থাকেনা। তারা খালি অফিস যান আর বসে বসে মাইনে নেন। যদিও, এই বক্তব্যগুলোতে কান পাততে নারাজ সরকারি কর্মচারীরা। তবে, এবার বিধানসভার অফিসের যে ছবি সামনে এলে, তা দেখে যেন প্রাচীন সেই ধারণাই সত্য হয়ে উঠল। শুক্রবার দুপুরে বিধানসভার অফিসে কর্মচারীদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন দিলীপ ঘোষ।
২০১৬ থেকে ২০১৯ নিয়মিত বিধানসভায় যাতায়াত ছিল বিজেপির এই দোর্দণ্ডপ্রতাপ নেতার। তবে, সাংসদ হওয়ার পর সেখানে আর যেতে হত না তাকে। আর এদিন সেই কুশল বিনিময় করতেই বিধানসভায় পৌঁছে গিয়েছিলেন তিনি। বিধানসভার দফতরে ঢুকে বসে পড়েন এক চেয়ারে। তার সঙ্গে সেই ঘরে ঢুকে পড়েছিলেন সাংবাদিকদের একাংশও। আর তাদের ক্যামেরাতেই ধরা পড়ল সেই ছবি।
বিধানসভার কাজ করার জন্য বরাদ্দ কম্পিউটারে চলছে গেম ! হ্যাঁ, ঠিকই শুনছেন। কম্পিউটারে চলছিল সলিটায়ার নামক গেমটি। প্রথমে নজর না আসলেও, বেশ খানিকক্ষণ পর নজরে আসে কর্মচারীদের। আর তারপরেই একজন কর্মচারী দ্রুত গিয়ে গেমটি মিনিমাইজ করে আসেন। আর, সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হতে, উঠছে একাধিক প্রশ্ন। বিধানসভার মতোন এত গুরুত্বপূর্ণ একটি জায়গায়, অফিসিয়াল কম্পিউটারে গেম কী করে চলতে পারে, এই নিয়ে সরব হয়েছেন নেটিজেনদের একাংশও।