রাজনীতিরাজ্যের খবর

রাজ্যে স্পর্শকাতর বুথগুলি চিহ্নিত করল নির্বাচন কমিশন

Sensetive Booth List for Panchayat Election

The Truth of Bengal: হাতে আর মাত্র একটা দিন। আদালতের নির্দেশমতো, রাজ্যে ৮২২ কোম্পানি বাহিনী নিয়ে আগামী ৮ জুলাই হবে পরিচালিত হবে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। এদিকে গোটা রাজ্যে প্রায় সাড়ে চার হাজার বুথকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করেছে রাজ্য নির্বাচন কমিশন। ভোটের দিন হিংসা এড়াতে কড়া নিরাপত্তা ব্যবস্থা করতে চলেছে কমিশন। সূত্রের খবর, রাজ্যের প্রতিটি বুথে একজন সশস্ত্র রাজ্যপুলিশের কর্মী এবং একজন কেন্দ্রীয় বাহিনীর কর্মী রাখা হবে।

রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ঘিরে, যে কোনও ধরণের হিংসা দমন করতে কড়া পদক্ষেপ করতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন। মনোনয়নের দিন ঘোষণার পর থেকে, ও পূর্ববর্তী নির্বাচনগুলির ইতিহাস থেকে শিক্ষা নিয়ে মোট ৪৮৩৪ বুথকে স্পর্শকাতর বুথ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সূত্রের খবর, রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে মোট বুথের সংখ্যা ৬১ হাজার ৬৩৬টি। তার মধ্যে প্রায় পাঁচ হাজার বুথকে বিশেষ নিরাপত্তায় মোড়ার ব্যবস্থা করা হচ্ছে।

জেলাওয়াড়ি স্পর্শকাতর বুথের সংখ্যা

জেলা মোট বুথ স্পর্শকাতর বুথ
মুর্শিদাবাদ ৫৪৩৮ ৫৪২
দঃ ২৪ পরগনা ৬২২৬ ৫০২
পূঃ মেদিনীপুর ৪১২৮ ৩৫৬
পূঃ বর্ধমান ৩৯৩৩ ৩৪২
নদিয়া ৩৮৯৬ ৩৭৩
কোচবিহার ২৩৮৫ ৩১৭
বীরভূম ২৭৬৮ ২২৮
মালদহ ৩৯৩৫ ২৭০
উঃ ২৪ পরগনা ৪৫৩২ ২৫৮
পঃ মেদিনীপুর ৩৮৬৭ ৩০৫
আলিপুরদুয়ার ২১২ ২৫
বাঁকুড়া ৩১০০ ১১৬
দঃ দিনাজপুর ১২২৩ ৮৪
দার্জিলিং ৫১৪ ২৭
হুগলি ৩৮৯১ ২০৯
জলপাইগুড়ি ১৬৬০ ৭৪
ঝাড়গ্রাম ১৫৪৫ ৪৫
কালিম্পং ২৬৩
পুরুলিয়া ২৪০৫ ২৫৩
উঃ দিনাজপুর ২১২৬ ১০৮
     
     

 

কমিশন সূত্রের খবর, আদালতের নির্দেশ মেনে স্পর্শকাতর বুথগুলিতে বিশেষ বাহিনী মোতায়েন করার পরিকল্পনা করা হচ্ছে। এবং স্পর্শকাতর বুথগুলিতে যাতে কোনওরকম সমস্যা না হয়, তার জন্য সব ধরণের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Related Articles