কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর কাণ্ড দেখে তাজ্জব গ্রামবাসী ! ভোটারকে স্নান করালেন সুভাষ সরকার

THE TRUTH OF BENGAL : ভোটের ময়দানে ভোটারের কাছে পৌঁছতে মরিয়া হয়ে উঠেছেন প্রার্থীরা। ভোটারের ”কাছের লোক” হয়ে উঠতে গিয়ে যা নয় তাই করছেন । ফলত বিতর্কের শিরোনামে চলে আসছেন তারা । কখনো যে কোনো বয়সের মানুষ কে আলিঙ্গন আর চুমু বিলিয়ে দিয়ে বিতর্কের শিরোনামে আসছেন বিজেপি প্রার্থী । তো কখনো আবার অন্য কেন্দ্রে ভোটারের মন পেতে স্নান করিয়ে দিচ্ছেন প্রার্থী। এভাবে এবার ভোটারের মন পাওয়ার চেষ্টা করলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকার ।
প্রচারে বেরিয়ে এক ব্যক্তিকে তিনি স্নান করালেন। অশোক রায় নামে এই ব্যক্তিকে স্নান করিয়েছেন। যা নিয়ে বেধেছে বিতর্ক। তৃণমূলের তরফ থেকে কটাক্ষ করা হয়েছে, মানবিকতার খাতিরে যদি এই কাজ করে থাকেন সুভাষ সরকার তাহলে তা জাহির করার কি আছে। এর আগে নববর্ষের দিন বাঁকুড়ার আম্বেদকর জয়ন্তী উপলক্ষে জুতো পালিশ করতেও দেখা যায় কেন্দ্রের এই শিক্ষা প্রতিমন্ত্রীকে সেই বিতর্কের মধ্যেই এবার নতুন বিতর্ক। এই গরমে ভোটারকে স্নান করিয়ে স্বস্তি দিতে গিয়ে কার্যত অস্বস্তিতে পড়লেন বিজেপি প্রার্থী সুভাষ সরকার। প্রার্থীর পাশে দাঁড়িয়ে যদি তাকে ঠান্ডা জলে স্নান করিয়ে স্বস্তি দিতে হয় তা এভাবে জাহির করার কি আছে তা বুঝতে পারছেন না তৃণমূলের বাঁকুড়ার সাংগঠনিক জেলার মুখপাত্র মহাপ্রসাদ সেনগুপ্ত। ভোটের এই আবহে ভোটারের পাশে ‘ভোট পাখি’ হয়ে দাঁড়ানোর এই রাজনীতিকে বাঁকুড়ার সাংগঠনিক জেলার মুখপাত্র মহাপ্রসাদ সেনগুপ্ত বলছেন একেবারে সবটাই নাটক। তার সঙ্গে বাঁকুড়ার তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী বলছেন গত পাঁচ বছরে সুভাষ সরকার কিছুই করেননি। তাই এখন নাটক করতে হচ্ছে।