রাজনীতিরাজ্যের খবর

তৃণমূলের দেওয়াল লিখন মুছে গালিগালাজ দুষ্কৃতীদের, এলাকায় চাঞ্চল্য

Trinamool's wall writings were erased and the miscreants abused, there was a sensation in the area

The Truth of Bangla,মাধব দেবনাথ, নদিয়া : লক্ষীর ভান্ডার নিয়ে দেওয়াল লিখনের উপর রাতের অন্ধকারে দুষ্কৃতীদের অশ্লীল ভাষা প্রয়োগ ,দেওয়াল লিখনে কালিমালিপ্ত করা এবং বাজে ভাষায় মূল লেখা পরিবর্তনের অভিযোগ তুলল নদীয়ার শান্তিপুরের তৃণমূল কংগ্রেস। এর পিছনে কোনো বিরোধী রাজনৈতিক দলের চক্রান্ত বলেই অভিযোগ তৃণমূলের।

নদিয়া শান্তিপুর শহরের ১৮ নম্বর ওয়ার্ডের অত্যন্ত ঘৃণ্য এবং উত্তেজনা কর চাঞ্চল্যপূর্ণ ঘটনা। তৃণমূল কর্মীদের দাবি পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষীর ভান্ডার প্রকল্পে লক্ষ লক্ষ মহিলারা উপকৃত। কৃতজ্ঞতা স্বরূপ মহিলাদের উপস্থিতিতে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে এই দেওয়াল লিখন লেখ হয়েছিল। তবে ১৮ নম্বর ওয়ার্ডের পীরের হাট লেনে লক্ষীর ভান্ডারের এই দেওয়াল লিখন কালিমা লিপ্ত এবং বিকৃত করে নোংরা ভাষা প্রয়োগ করার ঘটনাটি নজরে পড়ে। যদিও এই ঘটনায় স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগের তীর বিজেপির দিকেই। বিজেপির পক্ষ থেকে অবশ্য অভিযোগ অস্বীকার করে হয়, তাদের দাবি দলের কেউ এরকম একটা দুষকর্মের সঙ্গে যুক্ত হতে পারেনা। কারণ মানুষ ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে এবারের ভোটটি নরেন্দ্র মোদির উন্নয়ন দেশ গড়ার লক্ষ্যে। তবে তৃণমূলের বিভিন্ন গোষ্ঠীর অন্তর দ্বন্দ্ব মাঝেমধ্যেই প্রকাশ্যে আসে। আর সেই সব কারণেই কি এই ঘটনা, তা খতিয়ে দেখুক পুলিশ প্রশাসন। তবে যেই করে থাকুক ঘটনাটি অবশ্যই নিন্দনীয় এবং পুলিশ প্রশাসন খতিয়ে দেখে দুষ্কৃতীর দৃষ্টান্তমূলক শাস্তি দিক। ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ। স্থানীয়দের বক্তব্য শুনে তদন্ত শুরু করেছে পুলিশ।

Related Articles